বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। গত বছর দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। এই আবহে বড় সুখবর দিল রাজ্য (Government of West Bengal)। রাজ্যের বেশ কিছু শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষকদের বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)!
বহুদিন ধরেই বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবিতে আন্দোলন করছেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তথা এসএসকে ও এমএসকে-র শিক্ষকরা। কয়েকদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেন তাঁরা। এরপর মাইনে বাড়ানো নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁরা দেখাও করেন। অবশেষে তাঁদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল রাজ্য।
সম্প্রতি শিক্ষা দফতরের (School Education Department) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবার থেকে তাঁরা ৩% হারে বর্ধিত বেতন পাবেন বলে খবর। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে মাইনে পাবেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কয়েক হাজার শিক্ষক।
আরও পড়ুনঃ হাইকোর্টের রোষের মুখে রাজ্য! ‘তদন্ত শুরু করলেন কীভাবে?’ প্রশ্ন ‘ক্ষুব্ধ’ বিচারপতির! কোন মামলায়?
জানা যাচ্ছে, এতদিন অবধি শিশু শিক্ষা কেন্দ্র তথা এসএসকে-র সহায়ক/সহায়িকারা মাসিক ১১,২৫৫ টাকা মাইনে পেতেন। তবে আগামী মাস থেকে সেই টাকা বাড়তে চলেছে। এবার থেকে তাঁরা প্রত্যেক মাসে ১১,৫৯৩ টাকা করে পাবেন। একইরকমভাবে বেতন বাড়ছে মুখ্য সহায়ক/সহায়িকাদেরও।
মুখ্য সহায়ক/সহায়িকারা এতদিন অবধি ১১,৬৩৮ টাকা করে বেতন পেতেন বলে খবর। তবে এবার থেকে তাঁরা মাসিক ১১,৯৮৭ টাকা করে পাবেন। অন্যদিকে সম্প্রসারক/সম্প্রসারিকারা এতদিন পর্যন্ত ১৪,৬৩২ টাকা করে মাইনে পেতেন। আগামী ফেব্রুয়ারি মাস থেকে তাঁদেরও বেতন বৃদ্ধি হবে। এবার থেকে তাঁরা ১৫,০৭১ টাকা করে পাবেন। অন্যদিকে মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকাদেরও মাইনে বাড়িয়েছে রাজ্য (Government of West Bengal)। এতদিন তাঁরা ১৫,৭৫৮ টাকা করে পেতেন, তবে এবার তাঁরা ১৬,২৩১ টাকা করে পাবেন।