বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) পালা। সোমবার থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে পরীক্ষা। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, গোটা রাজ্য জুড়ে পরীক্ষার্থীদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে পুলিশ, প্রশাসন। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকেও নেওয়া হয়েছে বড় উদ্যোগ। ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে, বিনা আতঙ্কে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেটা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)!
বছর দুয়েক আগে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় হাতির হানায় প্রাণ গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের। বৈকুণ্ঠপুরের মহারাজঘাটের সেই ঘটনার পর মাথাচাড়া দিয়েছিল একগুচ্ছ প্রশ্ন। জঙ্গলপথে পরীক্ষার্থীদের জন্য কেন বিশেষ বন্দোবস্ত করা হয় না? উঠতে শুরু করে এই সওয়াল। এরপর থেকেই পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে তৎপর হয়ে ওঠে বন দফতর। এবারের উচ্চমাধ্যমিকের (HS Exam 2025) সময়ও এর অন্যথা হয়নি।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জঙ্গলপথগুলিতে সুরক্ষা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বন দফতরের (Forest Department) তরফ থেকে জানানো হয়েছে, ‘পরীক্ষার দিনগুলিতে জঙ্গলপথে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেই কারণে বহু জায়গায় ঐরাবত বাহিনী রাস্তা পাহারায় থাকবে। এছাড়া প্রশাসনের সহযোগিতায় যেখানে জঙ্গল পথ রয়েছে, সেখানে পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে’।
এখানেই শেষ নয়! চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনা ভাড়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে পরিবহণ দফতর। অর্থাৎ তাঁদের এক টাকাও ভাড়া দিতে হবে না। পরীক্ষার্থীদের জন্য রাজ্যের (Government of West Bengal) এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
এদিকে বন দফতর সূত্রে খবর, বক্সা এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের সকল রেঞ্জকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড়দিঘি, পাথরঝোরা, তারঘেরা সহ বেশ কিছু জায়গায় বুনো হাতির আনাগোনা রয়েছে। সেই সঙ্গেই বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় হাতির আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই আবার পুরুলিয়ায় বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। এমতাবস্থায় রাজ্যের নানান বনাঞ্চলের মধ্যে থাকা পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বন দফতর।
উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই জেলাগুলি মূলত জঙ্গল লাগোয়া। এর মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে জঙ্গল পথ অনেকটা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে বাস ও যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কম সেখানে ছোট গাড়ির বন্দোবস্ত থাকবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য (Government of West Bengal), পুলিশ, প্রশাসনের তরফ থেকে এমনই নানান উদ্যোগ নেওয়া হয়েছে।