বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। কন্যাশ্রী, সবুজ সাথী থেকে তরুণের স্বপ্ন, সেই তালিকায় নাম রয়েছে একাধিক স্কিমের। এর মধ্যে তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে দেওয়া হয়। গত বছর এই প্রকল্পেই কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এবার সেখান থেকে ‘শিক্ষা’ নিয়ে বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।
ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি (Government of West Bengal)!
তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয় সরকার। সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়। তবে গত বছর অভিযোগ ওঠে, বহু পড়ুয়ার অ্যাকাউন্টে এই সরকারি স্কিমের টাকা ঢোকেনি। বরং সেই টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। পরবর্তীতে এই ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এবার এই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়েই বাংলার শিক্ষা পোর্টালের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নিল রাজ্য (Government of West Bengal)। গত ৪ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে যে কেউ চাইলে আর ইচ্ছেমতো এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না। এর জন্য দরকার হবে ওটিপি।
আরও পড়ুনঃ ‘আমার ধারণা BJP ওকে উস্কে দিয়েছে’! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাল্টা বিস্ফোরক সৌগত রায়
জানা যাচ্ছে, ইতিমধ্যেই সকল জেলা স্কুল পরিদর্শকের কাছে এই নির্দেশের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থা চালু করতে আগামী ১০ এপ্রিল, ২০ এপ্রিল ও ২৫ এপ্রিল সংশ্লিষ্ট সার্কেল অফিসে এই বিষয়ক সকল তথ্য প্রধান শিক্ষকদের পাঠিয়ে দিতে হবে। তথ্য হিসেবে প্রধান শিক্ষকের নাম, আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে বলে জানানো হয়েছে।
নয়া পদ্ধতিতে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) লগ ইন করার সময় প্রধানশিক্ষকের ফোনে একটি ওটিপি আসবে। সেটি দেওয়ার পরেই তরুণের স্বপ্ন সহ নানান সরকারি প্রকল্পে ঢুকতে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ট সার্কেল অফিসে যাবতীয় তথ্য পাঠানোর পর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নাম নথিভুক্তিকরণ ও পাসওয়ার্ড বানানোর কাজ হবে। সব শেষে জেলা স্কুল পরিদর্শক অনুমতি দেওয়ার পর লগ ইনের নয়া পদ্ধতি চালু হয়ে যাবে।
রাজ্যের এই নয়া উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘ট্যাব-কাণ্ড নিয়ে দুর্নীতি সামনে আসার পর আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সেই দুর্নীতিতে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে কিনা তার তদন্ত হওয়া প্রয়োজন’।
এদিকে গত বছর ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। যার আঁচ এসে পড়েছিল রাজনীতির আঙিনাতেও। এবার সেদিকে নজর রেখে বড় সিদ্ধান্ত নিল সরকার (Government of West Bengal)। এই নয়া পদ্ধতি চালু হওয়ার পর কোনও সরকারি স্কিমের টাকা জালিয়াতি অথবা তছরুপের অভিযোগ উঠলে প্রধান শিক্ষকরা আর দায় এড়াতে পারবেন না বলে মনে করা হচ্ছে।