কারচুপির দিন শেষ! পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে ‘চরম পদক্ষেপ’ নিল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি কাঁটায় একাধিকবার বিদ্ধ হতে হয়েছে রাজ্যের শাসক দলকে। বিরোধী দলগুলি প্রায়ই এই নিয়ে সরব হয়। তবে এবার দুর্নীতি রুখতে বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, এবার পঞ্চায়েতের (Panchayat System) ক্ষেত্রেও বদলি নীতি চালু হতে চলেছে। একটি জায়গায় একটি নির্দিষ্ট সময় অবধি কাজ করার পর এবার পঞ্চায়েত স্তরের কর্মীদেরও বদলি (Transfer Policy) হতে হবে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘এক জায়গায় দীর্ঘদিন থাকলে নানান সমস্যা তৈরি হতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর বদলি হওয়াটা কাম্য। সব দিক বিবেচনা করে ও মন্ত্রীসভার সম্মতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে’।

আরও পড়ুনঃ আরামবাগে বেশি ভোট পেয়েছে BJP! তবু কীভাবে জিতল তৃণমূল? সব নথি ‘ফাঁস’ করলেন শুভেন্দু

দফতর সূত্রে জানা যাচ্ছে, সরকারি নীতি অনুযায়ী, কোনও কর্মীর এক পদে কাজের মেয়াদ ৩ বছরের অধিক হয়ে গেলে তাঁকে বদলি করাই নিয়ম। তবে পঞ্চায়েত স্তরে সেই নিয়ম পুরোপুরিভাবে মানা হতো না। তবে এবার থেকে সেখানেও এই নিয়ম মানতে হবে। এক পদে তিন বছর হয়ে গেলেই এবার পঞ্চায়েত স্তরের কর্মীদেরও বদলি করা হবে। অর্থাৎ এক্ষেত্রেও এবার বদলি নীতি চালু করতে চলেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর থেকে নানান বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্নীতি ইস্যু থেকে জন পরিষেবা, একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। বহু আধিকারিক তাঁর রোষের মুখে পড়েছেন। আর তারপরেই সামনে এল পঞ্চায়েত ব্যবস্থায় বদলি নীতি চালুর খবর।

Mamata Banerjee Government of west Bengal Nabanna

পঞ্চায়েত দফতর সূত্রে জানা যাচ্ছে, এখনও অবধি যা সিদ্ধান্ত, তাতে পঞ্চায়েত স্তরের কিছু কর্মী কোনও একটি নির্দিষ্ট জেলার মধ্যেই বদলি হবেন। কয়েকজন কর্মীকে জেলার বাইরেও বদলি করা হবে। তবে সমস্যা দেখা দেয় ইঞ্জিনিয়ারদের নিয়ে। কারণ কিছু ক্ষেত্রে একটি জেলা অথবা পঞ্চায়েতে একটিমাত্র পদ থাকায় তাঁদের বদলির কোনও প্রশ্ন ওঠে না। তবে এবার দফতর সূত্রে জানা যাচ্ছে, নয়া ব্যবস্থায় ইঞ্জিনিয়ারদেরও বদলি হবে। এই ব্যবস্থায় কাজের প্রকৃতির সঙ্গে তাঁদের প্রোমোশনের সুযোগ বাড়বে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর