বাংলায় ৭ লক্ষ কাজের সুযোগ, হবে কয়েক কোটির বিনিয়োগ, বিরাট ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর। প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হতে চলেছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবান্ন থেকে তিনি ঘোষণা করেন, কলকাতার লেদার কমপ্লেক্সে অন্তত ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। রাজ্যের (Government of West Bengal) এক উদ্যোগে মুখে হাসি ফুটেছে অনেকের।

কাজের সুযোগ নিয়ে বিরাট সুখবর রাজ্যের (Government of West Bengal)

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানান, প্রচুর পরিমাণে ট্যানারি ও জুতো তৈরির কারখানা তৈরি হতে চলেছে বাংলায়। আলাপনের কথায়, প্রায় ১৪৭টি ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির কারখানা তৈরি করা হবে। আর সেখান থেকে তৈরি হবে লক্ষাধিক কাজের সুযোগ। সব কিছু মিলিয়ে, প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।

   

বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক শিল্পপতি এবং শিল্প দফতরের আধিকারিকরা হাজির ছিলেন সেখানে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আলিপুরে হিডকোর তরফ থেকে মল বানানো হবে। এই মলে যে জিনিস পাওয়া যাবে তার ৫০% তৈরি হবে লেদার কমপ্লেক্সে এবং বাকি ৫০% হবে রাজ্যের ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত সামগ্রী।

আরও পড়ুনঃ DA বাড়িয়ে শুরু কড়াকড়ি! এই সরকারি কর্মীদের জন্য লম্বা নির্দেশিকা সরকারের, উড়ল রাতের ঘুম

সাংবাদিক বৈঠকে আলাপন জানান, সরকারের (Government of West Bengal) তরফ থেকে বিপুল ক্ষমতাসম্পন্ন পানীয় জল সরবরাহ কেন্দ্র বানানো হবে। যা একদিকে ট্যানারির কাজে লাগবে, তেমনই আশেপাশের এলাকার মানুষের জলের চাহিদাও মিটবে। এর জন্য প্রায় ৪৭৫ কোটি টাকা খরচ হতে চলেছে বলে খবর।

Nabanna Government of West Bengal

এদিকে আবার আলিপুর মিউজিয়ামের সামনে লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মলও বানানো হবে। হিডকোর উদ্যোগে তৈরি হবে এই মল। রাজ্যের এই উদ্যোগের ফলে বহু মানুষ আশার আলো দেখতে শুরু করেছেন। এর ফলে রাজ্যে অনেক কাজের সুযোগ হবে একথা সামনে আসতেই মুখে হাসি ফুটেছে অনেকের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর