বাংলা হান্ট ডেস্কঃ সরকারি অফিসে নির্দিষ্ট কিছু দিনে ছুটি (Government Holiday) থাকে। আগে থেকেই তা ঘোষণা করে দেওয়া হয়। এছাড়া মাসের শুরুতেই সামনে আসে হলিডে লিস্ট। তবে শুক্রবার আচমকাই অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন (Government of West Bengal)। সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলিতে (Government Office) এই ছুটি দেওয়া হয়েছে।
হঠাৎ কেন অর্ধদিবস ছুটি দিল নবান্ন (Government of West Bengal)?
মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ১০ এপ্রিল ছুটি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বৃহস্পতিবার রাজ্য সরকারি অফিসগুলি বন্ধ ছিল। তবে শুক্রবার কোনও ছুটি ছিল না। সকাল থেকে অফিসগুলিতে কাজ চলছিল। তবে বেলা গড়াতেই অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুর কারণে সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানগুলিতে বেলা ২টোর পর এই ছুটির নির্দেশিকা জারি করা হয়।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা (Abdur Razzak Molla)। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭২-২০২১ সাল অবধি বিধায়ক ছিলেন এই দাপুটে রাজনীতিক। বাম আমলে ভূমি ও ভূমি রাজস্ব দফতর সামলেছেন। তবে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বাম শিবিরের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে পৌঁছয়।
আরও পড়ুনঃ WAQF আইন নিয়ে বড় পদক্ষেপ! ইমাম, মৌলবিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা! দিনক্ষণ জানালেন ফিরহাদ
২০১৪ সালে রেজ্জাক মোল্লাকে বহিষ্কার করে সিপিএম। বছর দুয়েক পর, ২০১৬ সালে তৃণমূলে নাম লেখান এই অভিজ্ঞ রাজনীতিক। সেই বছরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হন। এদিন তাঁর মৃত্যুতেই সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে (Government of West Bengal)।
মৃত্যুকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম’। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর জ্ঞান ও অভিজ্ঞতার কথা এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই আব্দুর রেজ্জাক মোল্লার পরিবার, অনুগামী ও শুভানুধ্যায়ীকে সমবেদনা জানিয়েছেন তিনি।