শহরের রাস্তায় ট্রাম ফেরাতে হবে ট্রাম! এবার সুর তুলল এই সংগঠন, তুমুল শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ শীঘ্রই শহর কলকাতা থেকে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে ট্রাম। গত কয়েক বছরে মহানগরীতে ধীরে ধীরে ট্রামের সংখ্যা হ্রাস পাচ্ছিল। কমতে কমতে মাত্র তিনটি রুটে এসে ঠেকেছিল। তবে এবার সেটাও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন।

ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের (Government of West Bengal)!

বৃহস্পতিবার শহর কলকাতার রাস্তায় ট্রাম (Kolkata Tram) ফেরানোর দাবিতে সরব হয়েছেন উক্ত সংগঠনের সদস্যেরা। শুধু তাই নয়, ট্রামের পুনরুজ্জীবন নিয়ে উচ্চ আদালতে মামলা চলার মধ্যেই বহু মন্ত্রীর বক্তব্যে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিষয়ে উঠে আসায় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এদিন কলকাতা প্রেস ক্লাসে ট্রাম (Tram) ফেরানোর দাবিতে ট্রাম, সাইকেল এবং পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য ও বিশিষ্ট কয়েকজন মানুষ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সংগঠনের তরফ থেকে জানানো হয়, একটি নাগরিক সংগঠনের তরফ থেকে বছর দেড়েক আগে শহরে ফের ট্রাম ফেরানোর দাবিতে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল।

আরও পড়ুনঃ রাজভবনে আটকে একাধিক বিল! রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট! তোলপাড় বাংলা! 

সেই মামলায় ট্রামের পুনরুজ্জীবনের পথ খোঁজার জন্য একটি কমিটি তৈরির নির্দেশ দেয় আদালত। এই মর্মে পুলিশ প্রশাসন এবং পুরসভার তরফ থেকে ওই কমিটির সঙ্গে সমন্বয় রক্ষার কথা বলা হয়। তবে ট্রাম সংগঠনের অভিযোগ, উক্ত কমিটির বৈঠক ডাকা বন্ধ ছাড়াও রাজ্য সরকার (Government of West Bengal) সুপারিশ মানতে অস্বীকার করেছে।

Tram Government of West Bengal

অভিযোগ, শহরের বুক থেকে একতরফাভাবে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ু দূষণের ফলে প্রত্যেক বছর কলকাতায় প্রায় ৪৫০০ মানুষ মারা যান, এই পরিসংখ্যান তুলে ধরেন মহাদেব শী। কিন্তু তা সত্ত্বেও সরকারের তরফ থেকে ট্রাম পুনরুজ্জীবনের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারের এই মনোভাবকে সংগঠনের তরফ থেকে ‘দুর্ভাগ্যজনক’ বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর