বাংলাহান্ট ডেস্ক: বর্তমান যুগ অনলাইনের যুগ। সময়ের সাথে তাল মিলিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য। জমি-বাড়ির দলিলের সার্টিফায়েড কপির জন্যও এবার আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ঘরে বসেই মিলবে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’। অর্থাৎ অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন শেষ।
বড় সিদ্ধান্ত রাজ্যের- Government of West Bengal
এতদিন যে এক শ্রেণির দালাল চক্র চলছিল তার খেল খতম। বর্তমানে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইন থেকে ডাউনলোড করা যায়। তবে অরিজিনাল হার্ড কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রশিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয়।
এই প্রক্রিয়ায় সময়-পরিশ্রম-অর্থ, এই তিনটিই খরচ হয়। তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফায়েড কপি পাবেন জমি-বাড়ির মালিকরা। কোনও সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল থাকে একজনের কাছে। বাকিদের কাছে থাকে সার্টিফায়েড কপি।
আরও পড়ুন: আজ বাড়বে বৃষ্টি! দিনভর ভিজবে দক্ষিণবঙ্গ, কবে কমবে দুর্যোগ? আবহাওয়ার খবর
জানা যাচ্ছে সার্টিফায়েড কপি তোলার সরকারি খরচ সবমিলিয়ে মোটামুটি ১৫০ থেকে ২০০ টাকা। সেখানে এক শ্রেণীর দালাল আবেদনকারীদের থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এবার সেই সমস্যা দূর। এবার থেকে ডিরেক্টরেটের পোর্টালের লিঙ্কে বা ই-ডিসট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা। তবে যারা অনলাইনে সাবলীল নন, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা নিতে পারেন। রাজ্যের (Government of West Bengal) এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ঝক্কি অনেকটাই কমবে।