যোগী স্টাইলে চলল বুলডোজার! TMC কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিল মমতার প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর থেকে ‘অ্যাকশনে’ রয়েছেন মুখ্যমন্ত্রী। হকার সমস্যা থেকে শুরু করে সরকারি (Government of West Bengal) জমি দখল, একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। এরপর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। এবার যেমন এক তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

গত সপ্তাহে নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, সরকারি জমি দখল আর বরদাস্ত করা হবে না। এরপর তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। এই TMC নেতার বিরুদ্ধে সরকারের খাস জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) অবৈধ নির্মাণ (Illegal Construction) বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মমতার প্রশাদন।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) রাজগঞ্জ ব্লকের গাজলডোবা অঞ্চলে। এখানকার TMC কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। এদিন গাজলডোবায় সরকারি জমি পুনরুদ্ধার করার পর সেখানে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সুইসাইড নোটের নাম হাওয়া! সেক্সটরশনে চিকিৎসকের মৃত্যুতে CID-কে বিরাট নির্দেশ হাইকোর্টের

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার পর প্রশাসন দেখতে পারে, এখানে প্রচুর সরকারি জমি দখল করা হএছে। প্রায় ৮ বিঘা জমি দখল করে সেখানে মাছের ভেড়ি বানিয়েছেন শিলিগুড়ি পুরসভার TMC কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। এমনকি সরকারি জমির ওপর একটি নির্মাণও তৈরি করেছিলেন তিনি। এবার এর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন।

বিষয়টি চোখে পড়তেই এদিন বিকেলবেলা বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির হন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ ও সেখানকার বিএলআরও সুখেন রাই। তাঁদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ওই অবৈধ নির্মাণ। এই প্রসঙ্গে বিএলআরও সুখেন বলেন, ‘সরকারি জমি দখলমুক্ত করতে পেরে ভীষণ ভালো লাগছে। যারা সরকারি জমি দখল করে রেখেছেন, তাঁদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

Trinamool Congress Councilor illegal construction demolised

এদিকে খোদ TMC কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রশংসা করছেন সকলে। অনেকে বলছেন, ‘একেই বলে বুকের পাটা! অন্যায় চোখে পড়লে দলের লোককেও ছাড় দেন না’। প্রশাসন জানাচ্ছে, রাজগঞ্জ ব্লক অঞ্চলে আরও প্রচুর সরকারি জমি দখল করা আছে। সমীক্ষা চলছে, যদি এমন সরকারি জমি দখলের খোঁজ পাওয়া যায়, তাহলে এমনই পদক্ষেপ গ্রহণ করা হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর