এক ক্লিকেই সমস্ত পরিষেবা! বাড়ি বসেই পাওয়া যাবে সার্টিফিকেট, নতুন অ্যাপ লঞ্চ করল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই প্রস্তুতি চলছে জোর কদমে। এবারও কলকাতার নীল বাড়ি নিজেদের দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চালু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) একাধিক সরকারি প্রকল্প। নারী-পুরুষ, নবীন-প্রবীণ নির্বিশেষে সকলের জন্য ঢালাও প্রকল্প চালু করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

চালু হল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) নতুন পরিষেবা

পৌরসভা এলাকার শহরের বাসিন্দাদের মতই তাঁর নজর রয়েছে গ্রামের মানুষদের দিকেও। তাই পৌরসভায এলাকায় যেমন শহরের বাসিন্দাদের সমস্ত সরকারী কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই গ্রাম পঞ্চায়েত স্তরের বাসিন্দাদের আরো বেশি সরকারি সুবিধা দিতে তৈরি করা হয়েছে একটি নতুন অ্যাপ। এই অ্যাপটির নাম হল ‘বাংলার পঞ্চায়েত অ্যাপ’ (Banglar Panchayet App)। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই পদক্ষেপ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় বলেই  মনে করা হচ্ছে। এই নতুন অ্যাপ চালু হওয়ার ফলে এবার থেকে পঞ্চায়েত অফিসের কাজ আরো বেশি সহজ হতে চলেছে।

কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন?

প্রথমে যে কোন অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে, ‘বাংলার পঞ্চায়েত’। তারপর মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই নতুন পরিষেবা। পাশে লেখা ইনস্টল অপশনে ক্লিক করলেই সরাসরি অ্যাপটি মোবাইলে ইনস্টল হয়ে যাবে। এরপর ওই অ্যাপ ওপেন করে নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে।

পরবর্তী ধাপে সেখান থেকেই প্রয়োজনীয় সার্টিফিকেট এবং অন্যান্য সরকারি পরিষেবা নির্বাচন করা যাবে। এরপর সরকারি পদ্ধতি অনুযায়ী যখন যে নির্দেশ আসবে সেগুলি এই বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে সম্পন্ন করে নিতে হবে।

আরও পড়ুন: অনুব্রত ফিরতেই শুরু অ্যাকশন! বীরভূমে যা হচ্ছে… শুনলে গায়ের রক্ত জল হয়ে যাবে

কী কী সুবিধা পাওয়া যাবে?

পঞ্চায়েতের কাজ বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় পড়লে অনলাইনে অভিযোগ করা যাবে।

পঞ্চায়েত থেকে থেকে টেন্ডার কিংবা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, তা এই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে।

এমনকি এই সরকারি অ্যাপের সাহায্যে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট-ও বুক করা যাবে।

Government of West Bengal

এই অ্যাপের পঞ্চায়েত পরিচালিত গেস্ট হাউসও সহজে বুক করা যাবে।

এবার থেকে কোনো ঝামেলা ছাড়াই বাড়ি বসে এই অ্যাপের সাহায্যে ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ডাউনলোড করা যাবে।

এছাড়াও এই অ্যাপ থেকেই নিজের ব্লক থেকে শুরু করে জেলা এমনকি গ্রাম পঞ্চায়েতের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়াও খুব সহজেই জানা যাবে পঞ্চায়েত সভাপতিদের নাম, যোগাযোগের তথ্য এবং পরিষেবাগুলির অবস্থান।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর