বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র-রাজ্য সংঘাত আজকের নয়। দীর্ঘদিন ধরে একই ধারায় চলে আসছে। রাজ্যের (Government Of West Bengal) অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তালিকায় একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক। এই নিয়ে অতীতে বহু জলঘোলাও হয়েছে। সূত্রের খবর, একাধিক প্রকল্পে বরাদ্দের পাশাপাশি সমগ্র শিক্ষা অভিযান খাতেও টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার (Central Government)।
কেন্দ্রকে চিঠি রাজ্যের- Government Of West Bengal
সূত্রের খবর, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ এই দুই অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযান খাতে কোনো টাকা দেয়নি কেন্দ্র। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে। থমকে রয়েছে রাজ্যের একাধিক সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজ। এই নিয়েই এবার কেন্দ্রকে চিঠি দিল নবান্ন (Nabanna)।
সমগ্র শিক্ষা অভিযান খাতের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই খাতে কেন্দ্রের থেকে ৩১৭৫ কোটি টাকা পায় রাজ্য। সেই টাকা মিটিয়ে দিতেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য।
সূত্রের খবর, পিএমশ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা দেওয়া হবে না বলে রাজ্যকে ইতিমধ্যেই নাকি ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানের টাকা স্কুলগুলির উন্নয়নে পরিকাঠামো সহ একাধিক খাতে খরচ করা হয়।
আরও পড়ুন: মার্চেই ছাড়াবে ৪০ ডিগ্রি! কাল থেকে ফুটবে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় জারি হল সতর্কতা: আগাম আপডেট
নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার আর বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য। আপাতত কেন্দ্রীয় ‘বঞ্চনায়’ আটকে একাধিক সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজ। তাই সেই নিয়ে সমাধানসূত্র খুঁজতেই কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।