গোপালিকা অতীত! ঘোষণা হল রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম, জারি নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে সম্প্রতি নবান্ন অভিযানের সাক্ষী থেকেছে বাংলা। ৩ সেপ্টেম্বর আবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসব নিয়ে যখন সরগরম বাংলা, ঠিক তখনই রাজ্য প্রশাসনের (Government of West Bengal) উচ্চপদে একাধিক রদবদলের কথা ঘোষণা করা হল। সেই সঙ্গেই ঘোষণা করা হল নতুন মুখ্যসচিবের নাম।

  • অর্থদপ্তর থেকে সেচদপ্তর, একাধিক বিভাগে রদবদল (Government of West Bengal)

শুক্রবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে রদবদল সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, মনোজ পন্থের পর পশ্চিমবঙ্গের (West Bengal) নতুন অর্থসচিব হয়েছেন প্রভাতকুমার মিশ্র। সেই সঙ্গেই পরিকল্পনা এবং তথ্যদপ্তরের অতিরিক্ত দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

   
  • গোপালিকার পর রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন কে?

অন্যদিকে এতদিন অবধি রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলানো মনোজ পন্থকে (Manoj Pant) এবার সেচদপ্তরের দায়িত্ব দেওয়া হল। এতদিন অবধি এই দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন প্রভাতকুমার মিশ্র। তিনি দীর্ঘদিন এই দপ্তরের দায়িত্ব সামলানোর পর এবার অর্থদপ্তরের দায়িত্ব সামলাবেন। প্রভাতকুমার কিছুদিন কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্বও সামলেছেন।

আরও পড়ুনঃ ‘কীভাবে অনুমতি দেওয়া হল?’ দুর্গাপুজো নিয়ে বিরাট নির্দেশ, হলফনামা চাইল হাইকোর্ট

সদ্য জারি করা এই নির্দেশিকায় (Government of West Bengal) জানানো হয়েছে, মৎস দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রশ্মি সেনের হাতে জলসম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই দুই দপ্তরের দায়িত্ব সামলানোর সঙ্গেই রশ্মিকে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলাতেও দেখা যাবে।

Nabanna Government of West Bengal

অন্যদিকে আবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার (BP Gopalika) শনিবার তথা আজ অবসর গ্রহণ করার কথা। এই পদে তাঁর মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। তবে শুক্রবার রাত অবধি প্রধানমন্ত্রী দফতর থেকে এই বিষয়ে কোনও জবাব আসেনি বলে খবর।

শেষ অবধি গোপালিকার পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে ঘোষণা করা হল মনোজ পন্থের নাম (Government of West Bengal)। ১৯৯১ সালের এই আইএএস অফিসারের হাতেই তুলে দেওয়া হল বড় দায়িত্ব। এর আগে অর্থদপ্তরের দায়িত্ব সামলানো মনোজই আপাতত মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর