সাধারণ মানুষের সুবিধার্থে নয়া পরিষেবা! আরজি কর কাণ্ডের আবহেই বিরাট ঘোষণা রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আরজি কর কাণ্ডের আঁচ ব্যাপকভাবে পড়েছে। গত ৯ আগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এরপর থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম নির্দেশ সত্ত্বেও কাজে ফেরেননি তাঁরা। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় কোনও রকম সমস্যা না হয়, তাই নয়া উদ্যোগ নিল রাজ্য (Government of West Bengal)। চালু করা হল ‘মে আই হেল্প ইউ বুথ’।

  • রোগী ভর্তি সমস্যা মেটাতে নয়া উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)

শহর কলকাতার ৭টি জায়গায় এই বুথ খোলা হয়েছে। আরজি কর কাণ্ডের আবহে এই উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। কোথায় কোথায় এই বুথ (May I Help You Booth) থাকবে সেটাও ইতিমধ্যেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়ে, তারাতলা মোড়ে, নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে, গড়িয়া, কামালগাজি মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, রাজারহাটে মঙ্গলদীপ আন্ডারপাসের কাছে এবং জোকা ট্রাম ডিপোতে এই বুথ খোলা হয়েছে।

  • পাওয়া যাবে অ্যাম্বুলেন্স পরিষেবা

স্বাস্থ্য দফতর জানিয়েছে, কিছু চিকিৎসকদের আন্দোলনের কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এমতাবস্থায় সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে সহায়তা করতে এবং দ্রুত রোগী ভর্তি নিশ্চিত করার জন্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মে আই হেল্প ইউ’ বুথগুলি থেকে অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলবে।

আরও পড়ুনঃ টালা থানার ওসি গ্রেফতার হতেই বিপাকে বিনীত গোয়েল? বিরাট পদক্ষেপের পথে CBI! তোলপাড়

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ধর্ষণ, হত্যাকাণ্ডের (RG Kar Case) পর থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একইসঙ্গে চলছে আন্দোলন। সুপ্রিম কোর্টের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবারের ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বর্তমানে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন তাঁরা।

Government of West Bengal May I Help You Booth

গত মঙ্গলবার থেকে রোদ, জল, বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছে। গতকাল মমতা নিজে ডাক্তারদের ধর্নামঞ্চে এসেছিলেন। এরপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটাও ভেস্তে যায়। রাজ্যের (Government of West Bengal) দাবি, চিকিৎসকদের কর্মবিরতির কারণে এখনও অবধি ২৯ জন বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর