ছুটি অতীত! কয়েকদিন শুধু কাজ আর কাজ! নবান্নের এক বার্তায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মামলা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল বাংলা। আগামী ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এবার তার আগে নবান্নের (Government of West Bengal) সর্বোচ্চ মহল থেকে এল বিরাট বার্তা। আপাতত কয়েকটা দিন অতিরিক্ত ছুটি নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

  • ছুটি নয়, কয়েকদিন শুধু কাজ (Government of West Bengal)!

শুক্রবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ কয়েকটি দফতর, জেলা শাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই বৈঠকেই এই বার্তা দেওয়া হয়েছে। এদিকে শনিবার সরকারের বেশ কিছু দফতরে সাপ্তাহিক ছুটি থাকে। এছাড়া এই সপ্তাহে করম পুজো উপলক্ষ্যেও ছুটি ঘোষণা করেছিল নবান্ন (Nabanna)। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, গতকাল মুখ্য, স্বরাষ্ট্র, স্বাস্থ্য সচিবের দফতর সহ বেশ কয়েকটি বিভাগের আধিকারিকরা কাজে এসেছিলেন!

  • সুপ্রিম-শুনানির আগে তৎপরতা!

শনিবার প্রায় গোটা দিন নানান ধরণের রিপোর্ট তৈরিতে ব্যস্ত ছিলেন ওই আধিকারিকরা (Government of West Bengal)। এক্ষেত্রে আধিকারিকদের অনেকে আবার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। সেখানেও মুখ্যমন্ত্রীর কথায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে দাবি তাঁদের।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো মাটি? রইল আবহাওয়ার তাজা আপডেট

এদিকে আরজি কর মামলার শেষ শুনানিতে শীর্ষ আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছিল। নির্যাতিতার ময়নাতদন্তের চালান থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, একাধিক বিষয় উঠে এসেছিল সেদিন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে গত মঙ্গলবার বিকেল ৫টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তা সত্ত্বেও অবশ্য চিকিৎসকরা কাজে ফেরেননি। এখনও চলছে তাঁদের কর্মবিরতি।

government of west bengal

গতকাল স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চের সামনে গিয়েও সুপ্রিম শুনানির কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ’১৭ তারিখ শুনানি আছে। আমি চাই না আপনাদের কোনও ক্ষতি হোক’। এদিকে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানির আগে এই ঘটনাপ্রবাহের তথ্য-নথি তৈরি করতে হবে। সেই কারণে হয়তো নবান্নের (Government of West Bengal) সর্বোচ্চ মহল থেকে সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের অতিরিক্ত ছুটি নেওয়া থেকে বিরতি থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর