পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকা! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের, কীভাবে আবেদন করতে হবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষার পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় অর্থ! এই বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নানান সময়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চালু করা হয়েছে নানান স্কলারশিপ। সরকারের এই সাহায্যের ফলে উপকৃত হয়েছে বহু পড়ুয়া। এবার রাজ্যের দুঃস্থ, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমনই একটি উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের (Government of West Bengal) দুর্দান্ত উদ্যোগ!

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল নবান্ন স্কলারশিপ। এবার ২০২৪-২৫ বর্ষের জন্য নবান্ন স্কলারশিপে আবেদনপত্র নেওয়া শুরু হল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়েছে। ৫০% নম্বর থাকলেই আগ্রহী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। সেই সঙ্গেই রয়েছে আরও কিছু শর্ত।

নবান্ন স্কলারশিপে (Nabanna Scholarship) আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গেই তাঁর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজারের বেশি হলে হবে না। আগে এই বৃত্তির জন্য আবেদন করতে গেলে ইচ্ছুক পড়ুয়ার ৬০% নম্বর বাধ্যতামূলক ছিল। তবে বর্তমানে সেই নম্বরসীমা কমিয়ে ৫০% করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আর মিলবে না টাকা! বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? জারি নয়া বিজ্ঞপ্তি

জানা যাচ্ছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই বৃত্তিতে (Government Scholarship) আবেদন করা যায়। অ্যাপ্লাই করতে গেলে cmrf.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করার পর প্রত্যেক পড়ুয়ার আবেদনপত্র খতিয়ে দেখা হবে। যোগ্য প্রমাণিত হলে সরকারের তরফ থেকে ১০,০০০ টাকা অবধি দেওয়া হবে।

Nabanna Government of West Bengal

সব মিলিয়ে বলা যায়, এদেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও এমন বহু ছাত্রছাত্রী আছেন যারা হয়তো আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে বাধার সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে তাঁদের পাশে দাঁড়াতে এটা সরকারের (Government of West Bengal) একটি দারুণ উদ্যোগ তা আর বলার অপেক্ষা রাখে না।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X