বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছে। এবার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা হতেই ১০ জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Government of West Bengal)। হাওড়া থেকে হুগলি, কোন জেলায় কে যাবেন, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই খবর।
বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর নবান্নর (Government of West Bengal)
একদিকে বৃষ্টি, অন্যদিকে মাইথন-পাঞ্চেত থেকে হু হু করে জল ছাড়া হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আজ বেলা ১১টা অবধি মাইথন থেকে ১ লক্ষ ৭০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই দুর্যোগ মোকাবিলায় জেলাশাসকদের তৈরি থাকার বার্তা দিয়েছিলেন। এবার ১০টি জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
- কোন জেলায় কাকে পাঠানো হচ্ছে?
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে এই পরিস্থিতি পর্যালোচনা করছেন (Government of West Bengal)। একইসঙ্গে জানান, ১০ জন সচিব পর্যায়ের উচ্চপদস্থ আধিকারিকদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘উৎসবে ফিরুন’! মহালয়ার আগেই উদ্বোধন শুরু করবেন মমতা! কবে থেকে জানেন?
আলাপন বলেন, ‘দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নীচু এলাকাগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের সরাতে বলা হয়েছে’। গতকাল জানানো হয়, এমএসএমই সচিব রাজেশ পাণ্ডে হাওড়ার পরিস্থিতি খতিয়ে দেখবেন। রাজেশ সিনহা দেখবেন বীরভূমের পরিস্থিতি। জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সুরেন্দ্র গুপ্তা পশ্চিম মেদিনীপুর, কৃষি দফতরের ওঙ্কার সিং মিনা হুগলি, পরিবহনের সৌমিত্র মোহন থাকবেন ঝাড়গ্রামের দায়িত্বে।
পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য দফতরের পরভেদ সিদ্দিকিকে, পঞ্চায়েত দফতরের পি উলগানাথন পূর্ব বর্ধমান এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সঞ্জয় বনসল থাকবেন পশ্চিম বর্ধমানের দায়িত্বে। এছাড়া পুরুলিয়ার দায়িত্বে থাকবেন শিল্প দফতরের পি মোহন গান্ধী এবং বাঁকুড়ার দায়িত্বে থাকবেন শ্রম সচিব অবনীন্দ্র সিং।
দুর্গাপুজো আসন্ন। তার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। যে দিকে সরকারেরও (Government of West Bengal) কড়া নজর রয়েছে। তাই এবার একাধিক শীর্ষ আধিকারিকদের বিভিন্ন জেলার পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব দিল নবান্ন।