বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে কড়াকড়ি রাজ্য সরকারের (Government of West Bengal)। আগেই সরকারি অফিসারদের জন্য এক মোবাইল অ্যাপ্লিকেশন (Application) তৈরির বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন (Nabanna)। বলা হয়েছিল, যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ করা যায়, যাতে দ্রুত গতিতে সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন হয় সেই লক্ষ্যে তৈরি করা হচ্ছে অ্যাপ্লিকেশন। এ বার সেখানে আসা তথ্য যাচাই সহ পরবর্তী যথার্থ পদক্ষেপের এইসব বিষয়ে তদারকির জন্য একটি সেল গঠন করা হল। রাজ্যের অর্থ দফতর তরফে আট জন আধিকারিককে নিয়ে এই সেল গঠন করা হয়েছে।
ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বিভিন্ন দফতরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আট আধিকারিকের সেলে রয়েছেন কোনো কোনো দফতরের বিশেষ সচিব, সচিবরা, মূলত ওএসডি পদে কর্মরত। বিভিন্ন স্তরে সরকারি কাজের অগ্রগতি সংক্রান্ত যে তথ্য অ্যাপ মারফত নবান্নে পৌঁছবে, তা যাচাই করে দেখার দায়িত্বে থাকবে এই আট আধিকারিকের সেল।
প্রসঙ্গত, আগেই বলা হয়েছিল কোনও আধিকারিক সরকারি কাজ পরিদর্শনে গেলে তাকে জিপিএস অন করে রাখতে হবে। এর ফলে একদিকে যেমন নবান্নে বসে আধিকারিকদের অবস্থান জানা যাবে। তেমনি সরকারি আধিকারিকদের কাজে গাফিলতিতেও লাগাম দেওয়া যাবে। বাড়িতে বসে কাজের রিপোর্ট জমা দিতে পারবেন না আধিকারিকরা। পৌঁছে যেতে হবে সটান কাজের জায়গায়। সেখান থেকেই কাজের অগ্রগতি নিয়ে যাবতীয় তথ্য অ্যাপে আপলোড করতে হবে।
বিগত বহু সময়ে সরকারি আধিকারিকদের কাজের শ্লথ গতি নিয়ে অভিযোগ উঠেছে বারে বারে। যার ফলে বহু প্রকল্পের কাজ আটকে থাকছে বা প্রকল্পের কাজে দেরি হচ্ছে। সব মিলিয়ে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে ঠিক সময় মতো পৌঁছচ্ছে না। সরকারি কাজে দেরি হওয়া রুখতেই মূলত রাজ্য সরকারের এই অ্যাপ।
আরও পড়ুন: ‘মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য..,’ কি করতে চলেছেন সরকারি কর্মীরা? DA মামলা নিয়ে বড় আপডেট
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রশাসনিক স্তরে ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাতে মানুষের কোনো অভিযোগ না থাকে, সরকারি প্রকল্পের কাজকর্ম দ্রুতগতিতে সম্পন্ন করা যায় সেই উদ্দেশেই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।