বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে টাকা পাঠানোর আগে থেকে শুরু করে টাকা পাঠানোর পর পর্যন্ত প্রত্যেকটি ধাপে অত্যন্ত সাবধানী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকারি প্রকল্পে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। যারা এখনও পর্যন্ত এই সরকারি অর্থ পেয়েছেন তাদের কাছে যাতে কোনো ভাবেই বেশি দামে নির্মাণ সামগ্রী বিক্রি করা না হয় এবার তা নিয়েই কড়া নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে ব্লক স্তরের অধিকারীদের নির্দেশ পাঠানো হয়েছে। গত শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখো সচিব মনোজ পন্থ। ওই বৈঠক থেকেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।
আবাস যোজনায় (Awas Yojana) বাড়ি তৈরি নিয়ে নবান্নের বড় পদক্ষেপ
প্রকল্পের (Awas Yojana) কাজ যাতে ত্বরান্বিত হয় এবং প্রাপকদের জন্য যাতে প্রয়োজনীয় সাহায্য সুনিশ্চিত করা যায়, তার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর বাংলার বাড়ি প্রকল্পের অর্থ ইতিমধ্যে প্রাপকদের হাতে পৌঁছে গেলেও বেশ কিছু ক্ষেত্রে এখনো বাড়ি তৈরির কাজই শুরু হয়নি। এই পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এবং উপভোক্তাদের সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ করতে চাইছে রাজ্য।
বাংলার বাড়ি (Awas Yojana) প্রকল্পের অধীনে ইতিমধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ টাকা পেয়েছেন। বাড়ি তৈরির কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ওই নির্দিষ্ট এলাকায় আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। তাই শুধু সমীক্ষা করলেই হবে না, উপভোক্তাদের সমস্যার সমাধানে স্থানীয় স্তরেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। অন্যদিকে জানা গিয়েছে আবাস প্রকল্পে বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা পেলেও এমন প্রায় বারো হাজার উপভোক্তা আছেন যাদের কোন জমি নেই। এবার এমন প্রায় ভূমিহীন উপভোক্তাদের দ্রুত জমির পাট্টা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
আগামী দিনে সমস্ত উপভোক্তা যাতে দ্রুত এই বাড়ি তৈরির প্রকল্পের (Awas Yojana) কাজ করতে পারেন তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। মুখ্য সচিব জেলা শাসকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। বাড়ি তৈরীর এই সরকারি প্রকল্পের কারণে ইতিমধ্যে নির্মাণ সামগ্রীর চাহিদাও বাড়তে শুরু করেছে। এই সুযোগে চড়া দামে নির্মাণ সামগ্রী বিক্রির আশঙ্কা তৈরি হয়েছে। তাই নির্মাণ সামগ্রীর দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং সাধারণ মানুষের জন্য তা সাধ্যের বাইরের না যায় তাই এই বিষয়ে জেলা শাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আবাস প্রকল্পের (Awas Yojana) যে কোন রকমের দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যেই ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রকল্পের অগ্রগতির দিকে আরও ভালোভাবে নজর রাখা যাবে। আধিকারিকরা যাতে এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে প্রকল্প পরিদর্শন করেন তার ওপরেও জোর দেওয়া হয়েছে। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সরকারি পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্প সহ বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন। এবার মুখ্য সচিব মনোজ পন্থ সেই নির্দেশগুলিই আরও একবার মনে করিয়ে দিলেন।
বাংলার বাড়ি প্রকল্পের অধীনে উপভোক্তাদের ‘ইউডিন’ যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই প্রকল্পের সঠিক উপভোক্তাদের চিহ্নিতকরণ এবং তাদের অর্থ দেওয়ার প্রক্রিয়াকে আরো বেশি স্বচ্ছ এবং কার্যকরী করে তোলা যায়। প্রতিনিয়ত প্রশাসনিক পর্যবেক্ষণ বাড়িয়ে স্থানীয় স্তরের উদ্যোগ বাড়িয়ে এই প্রকল্পকে সফল করতে চায় নবান্ন। এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের মাথার উপরে ছাদ তৈরী করে দেওয়ার পাশাপাশি রাজ্যের আর্থিক সামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা চলছে।