বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বাধ্যতামূলক হল সম্পত্তি কর (Property Tax) নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেল্ফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতি চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হল পঞ্চায়েত দপ্তর তরফে। নতুন জমি-বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই সেল্ফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে (Government of West Bengal)।
নিয়ম না মানলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য-Government of West Bengal
জানা যাচ্ছে, কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেল্ফ অ্যাসেসমেন্টের নোটিস। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের।
এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, ‘যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন, সেই সময়ই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে চলে আসবে। এরপর ক্রেতাকে SMS এর মাধ্যমে সম্পত্তির স্বমূল্যায়ন করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর।’
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে স্বমূল্যায়নে দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই।’
এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তবে তারপরও বহু জায়গায় সেল্ফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিকমতো হচ্ছে না বলে জানা যাচ্ছে। তাই এবারে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর।
আরও পড়ুন: সব বাতিল নাকি নতুন করে পরীক্ষা? সুপ্রিম কোর্টে SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি
সবমিলিয়ে পুরসভাগুলির পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকায়ও এই নিয়ম চালু হয়ে গেলে গোটা রাজ্যই সম্পত্তি করের স্বমূল্যায়নের আওতায় চলে আসবে। সবকিছু ঠিকথাকে চললে বিপুল পরিমাণ আয় বাড়তে পারে রাজ্যের। (Government of West Bengal)