ঋণ শোধের বালাই নেই! এবার কড়া ‘অ্যাকশন’ রাজ্য সরকারের, পুজোর আগেই বিরাট পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ ঋণ নিয়ে পরিশোধের নাম নেই! এভাবেই অনাদায়ী ঋণের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছে। অঙ্কটা বাড়তে বাড়তে প্রায় ৫০ কোটি টাকা হয়ে গিয়েছে বলে খবর। এবার এই টাকা উদ্ধার করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য তফসিলি জাতি,উপজাতি ও অনগ্রসর কর্পোরেশন। ক্যাম্পে বসেই টাকা উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Government of West Bengal)। রাজ্যজুড়ে চলছে তার প্রচার।

  • ঋণের টাকা উদ্ধারে নয়া উদ্যোগ (Government of West Bengal)!

অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত এই কর্পোরেশন নানান স্কিমে ঋণ প্রদান করে। লঘু ব্যবসায়ী যোজনা, মহিলা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে এনএসএফডিসি প্রকল্পের নাম রয়েছে সেই তালিকায়। অথচ এই প্রকল্পগুলিতে ঋণ (Loan) পরিশোধের হার খুবই কম, মাত্র ৩০%-৩৫%। অর্থাৎ ঋণের টাকার অর্ধেকের বেশি ফেরতই আসছে না! ফলস্বরূপ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে সমস্যা দেখা দিতে শুরু করেছে।

এমতাবস্থায় ঋণের টাকা উদ্ধার অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাস অবধি রাজ্যের ব্লকগুলিতে ক্যাম্প করে এই লোনের টাকা পুনরুদ্ধার করা হবে বলে ঠিক করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় ক্যাম্পের মাধ্যমে ঋণের টাকা পুনরুদ্ধারের এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ আমরণ অনশন চলছে! জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেটের অনুমতি দিল না পুলিশ! তুমুল শোরগোল

জানা যাচ্ছে, এখনও অবধি দক্ষিণ ২৪ পরগণায় ৫০ লক্ষ টাকা পুনরুদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে বলে খবর। বহু ঋণগ্রহীতা নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়ে লোনের টাকা ফেরত দিতে শুরু করেছেন।

Nabanna Government of West Bengal

এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হল ঋণগ্রহীতাদের মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি করা (Government of West Bengal)। ঋণ শোধে উদাসীনতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলে অন্যান্য ঋণগ্রহীতারাও সতর্ক হবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমান, এই ক্যাম্পগুলি যদি আরও জোরালো হয় তাহলে ঋণগ্রহীতাদের মধ্যে যেমন দায়বদ্ধতা তৈরি হবে, তেমনই অনাদায়ী ঋণের চাপও অনেকটা কমবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর