৬৭৩টি শূন্যপদ, নিয়োগ দুর্নীতির আবহেই রাজ্যে চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জেরে চাকরির ক্ষেত্রে খারাপ দশা রাজ্যের। আদালতে চলছে একাধিক মামলা। স্থগিতদেশও জারি রয়েছে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার উপর। এদিকে বাংলায় চাকরি নেই বলে হামেশাই সরব হন বিরোধীরা। তবে এই আবহেই এবার বড় চমক দিল রাজ্য (State Government)। পুজোর মুখে চাকরিপ্রার্থীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

পুজোর আগেই বিপুল কর্মসংস্থান (Government of West Bengal)

পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগেই ফের কর্মসংস্থানের সুযোগ। বুধবার মন্ত্রীসভার বৈঠক ছিল নবান্নে। সেখানেই ৬৭৩টি নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে। সেখানে রাজ্য পুলিশ, দমকল সহ একাধিক বিভাগে এই শূন্যপদ তৈরি করার জন্য সবুজ সংকেত মিলেছে।

   

জানিয়ে রাখি, রাজ্য পুলিশে সাব-ইনসপেক্টর নিয়োগের জন্য ৪৯৪টি, অগ্নিনির্বাপণ দপ্তরের ১২২টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আরও একাধিক দপ্তরেও নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। মনে করা হচ্ছে পুজোর আগেই চাকরির ঝুলি খুলতে পারে পশ্চিমবঙ্গ সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই শূন্যপদগুলিতে নিয়োগের সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ৬৭৩ টি শূন্যপদ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত জুন মাসেও রাজ্য মন্ত্রিসভা ৫৫২টি নতুন শূন্যপদের ভিত্তিতে নিয়োগের অনুমোদন দিয়েছিল।

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: দীর্ঘদিনের দাবি! অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, কতটা লাভ হবে?

নিয়োগের পাশাপাশি এদিন মন্ত্রীসভার বৈঠক থেকে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষযয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়। চাষাবাদ, পানীয় জল, উন্নত মানের আলু বীজ উৎপাদন থেকে শুরু করে কৃষি বিভাগের বিভিন্ন গবেষণা শাখার প্রকল্পের উপরও বাড়তি জোর নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর