হুড়মুড়িয়ে বাড়ছে দাম! আলু নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার, রাজ্যবাসীর স্বার্থে বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ আলু, পেঁয়াজ থেকে শাক-সবজি সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধির সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। পেঁয়াজ বিকোচ্ছে ৫০ টাকা কেজি দরে, ওদিকে বাঙালির প্ৰিয় আলু (Potato), যা ছাড়া হেঁসেল প্রায় অচল, সেই আলুর দামও কেজি প্ৰতি ৪০ টাকা ছুঁয়েছে। আলুর মূল্যবৃদ্ধির এই আবহে ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট জারি রাখা হবে বলে জানানো হয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তরফে।

আলু রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের (Government Of West Bengal)

এই আবহে যাতে অচলাবস্থা দেখা না দেয় সেজন্য পরিস্থিতি সামাল দিনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল নবান্নে বিকেল ৪টে থেকে মূল্যবৃদ্ধি নিয়ে হওয়া বৈঠকে হঠাৎই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু সরবরাহ স্বাভাবিক রাখতে নিজেই সশরীরে হাজির হন মমতা।

   

প্রসঙ্গত, রাজ্যে আলুর দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় বাইরে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। যা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন আলু ব্যবসায়ীরা। তবে এবার সেই সমস্যার সমাধান হল। আজ থেকেই ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে আলু রপ্তানিতে সবুজ সংকেত দেওয়া হলেও খোলা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন মমতা। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এক সপ্তাহ এই দিকে নজর রাখব। তার পর আবার বৈঠক হবে।” আলুর পাশাপাশি রাজ্যে অন্যান্য সবজির দাম কত, সব নিয়ন্ত্রণে আছে কিনা তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাঁধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হন আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ ছিল, ট্রাকে করে আলু নিয়ে যাওয়ার সময়ে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের। সীমান্ত পার করতে লরিপিছু মোটা টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই গত ২০ জুলাই থেকে কর্মীবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

government holiday

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে বাতিল হলেও মিলবে OBC স্কলারশিপের টাকা! নয়া আপডেট দেখে খুশি সকলে

তবে পরে রাজ্যের (Government Of West Bengal) কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারদের মধ্যস্থতায় ৫ দিনের মাথায় কর্মবিরতি উঠে যায়। সেই সময় মন্ত্রীরা কথা দিয়েছিলেন দু’-চার দিনের মধ্যে ব্যবসায়ীদের সমস্ত সমস্যার সমাধান করা হবে। তবে সমস্ত সমস্যা না মেটায় ফের সপ্তাহের শুরুতেই কর্মবিরতি ঘোষণা করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গতকাল এই নিয়েই নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর