লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মিলবে ১২,৫০০ টাকা! নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার

   

বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। সদ্যোজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, প্রত্যেকের কথা মাথায় রেখেই কোনও না কোনও স্কিম (Government Scheme) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সম্প্রতি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প।

এমনিতে পশ্চিমবঙ্গ সরকার (State Government) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যেকার আদায় কাঁচকলায় সম্পর্কের কথা অনেকেই জানেন। বিগত কয়েক বছরে কখনও দেখা গিয়েছে, কেন্দ্রকে নিশানা করছে রাজ্য, কখনও আবার রাজ্যের দিকে আঙুল তুলেছে কেন্দ্র। ২০২৪ লোকসভা ভোটের আগে যেমন ১০০ দিনের কাজ নিয়ে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্র ১০০ দিনের কাজের (100 Days Work) টাকা আটকে রেখেছে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও আনা হয়। অন্যদিকে আবার কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়, হিসাব না দেওয়ার কারণেই এমনটা হয়েছে। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে চলতে থাকা এই টানাপোড়েনের মাঝেই একটি নতুন প্রকল্পের ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুনঃ দুর্গাপুজো অবধি বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্যপালের কাছে বিরাট আর্জি শুভেন্দুর, সায় মিলল?

সেই প্রকল্পের নাম হল কর্মশ্রী প্রকল্প (Karmashree Scheme)। এবার জানা গেল, ইতিমধ্যেই এই স্কিমের কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই স্কিমের জন্য গত ৭ জুন অবধি ৩৮,০০০ জব কার্ড বানানো হয়েছে। এছাড়া এই অর্থবর্ষে ৭৫ লাখ জন কার্ড তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে খবর।

এখান থেকে অন্তত সবাইকে ৫০ দিনের কাজ প্রদান করবে রাজর সরকার। অর্থাৎ ৫০ দিনের কাজ যে মিলবেই তা একপ্রকার নিশ্চিত। জানা যাচ্ছে, রাজ্যের জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের কাজের জন্য দৈনিক কাজের পিছনে প্রায় ২৫০ টাকা বেতন পাবেন।

Mamata Banerjee

এই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ১০০ দিনের কাজ করে যে হারে টাকা মিলত, সেই হারেই টাকা মিলবে। তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি, কবে থেকে এবং কত টাকা করে পাওয়া যাবে। তবে মনে করা হচ্ছে, বাংলার জব কার্ড হোল্ডাররা অন্তত ১২,৫০০ টাকা করে পাবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর