বাংলা হান্ট ডেস্কঃ সবে নতুন বছর শুরু হয়েছে। এরই মধ্যে পরিবেশের কথা ভেবে নতুন চমক নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) l এবার রাজ্যে চালু হতে চলেছে ‘কার্বন ক্রেডিট কার্ড’। গোটা বিশ্বে প্রথম পশ্চিমবঙ্গ সরকার এই ক্রেডিট কার্ড চালু করতে চলেছে। সদ্য কলকাতায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, ‘গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’ নামে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল। সেখানেই রাজ্যের পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন এই গ্রীন কার্ড চালু করার কথা।
বিশ্বে প্রথম ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)
যারা পরিবেশের বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত তাঁদের পুরস্কৃত এবং উৎসাহিত করার জন্যই রাজ্য (Government Of West Bengal) পরিবেশ বিভাগ এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা করেছে। এ প্রসঙ্গে অভিনব চন্দ্র জানিয়েছেন বিশ্বের প্রথম কার্বন ক্রেডিট কার্ড আনার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিকভাবে এই কার্ড পেতে চলেছেন কারা? সে প্রসঙ্গেও এদিন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত ওই ওয়ার্কশপ থেকে রাজ্যের (Government Of West Bengal) পরিবেশ মন্ত্রকের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন মূলত ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমাতেই এই কার্বন ক্রেডিট কার্ড নিয়ে আসার অভিনব পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, ‘গ্রীন কার্বন ক্রেডিট কার্ড চালু করে আমরা বাংলায় অভিনব কিছু শুরু করতে চলেছি। এই কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যক্তি তার কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করতে পারবেন এবং আমাদের ব্যক্তিগত অংশীদারত্বের মাধ্যমে ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারবেন। যার মধ্যে অনলাইন শপিংয়ের কিছু বড় নাম রয়েছে।’ এছাড়া তিনি জানিয়েছেন জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাজ্য (এসএপিসিসি) শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘জোর করে ওরা..,’ রায়দানের আগেই তিলোত্তমার খুনের আসল কারণ বলে দিলেন বাবা!
কারা পাবেন এই কার্বন ক্রেডিট কার্ড? জানা যাচ্ছে ‘ইকো ক্লাবে’ থাকা পড়ুয়াদের জন্যই প্রাথমিকভাবে ইস্যু করা হবে এই গ্রীন ক্রেডিট কার্ড। এই কার্ড ইস্যু করার পিছনে রয়েছে আরও অনেক লক্ষ্য। এই ক্রেডিট কার্ডের সাহায্যে গণপরিবহন ব্যবহার করার জন্য সাধারণ মানুষের আরো বেশি আগ্রহ বাড়ানোর পাশাপাশি, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে প্লাস্টিক ব্যাগ ব্যবহার এড়িয়ে চলা, সাইকেল ব্যবহার করা বাজি পোড়ানো থেকে বিরত থাকা কিংবা বর্জ্যের পুনর্ব্যবহার করার মতো আরও একাধিক লক্ষ্য রয়েছে রাজ্যের (Government Of West Bengal)।
জানা যাচ্ছে, এই কার্ড পরে পাওয়া যাবে, বড় শপিং অনলাইন প্লাটফর্ম সহ বিভিন্ন প্রাইভেট সেক্টর পার্টনারদের মাধ্যমে। সদস্যদের কার্বন ক্রেডিট কার্ডের বিষয়টি নিয়ে দায়িত্বে থাকবেন ইকো ক্লাবগুলি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করা শুধুমাত্র একটি পরিবেশ মূলক অ্যাজেন্ডাই নয়, একইভাবে এটি উন্নয়নমূলক দিক দিয়েও অপরিহার্য। এজন্য অতিরিক্ত আর্থিক রিসোর্স দরকার হয়ে থাকে। ‘গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রকের আর্থিক উপদেষ্টা রাজশ্রী রায়। তিনি জানিয়েছেন, আমরা জলবায়ু সংক্রান্ত ঝুঁকিকে কিভাবে সামলাচ্ছি তার ওপরে ভবিষ্যৎ নির্ভর করছে। একইসাথে তিনি জানিয়েছেন বিশ্ব কার্বন বাজেট কিভাবে ভাগ করা হচ্ছে সেটিও অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়।