চিন্তা শেষ! গাড়ির ধোঁয়া পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, ধন্য ধন্য করছেন গাড়ি মালিকরা!

বাংলা হান্ট ডেস্কঃ গাড়ির ধোঁয়া পরীক্ষা নিয়ে চিন্তার দিন শেষ! এক ধাক্কায় পাঁচ গুণ কমানো হল জরিমানার অঙ্ক। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এর ফলে রাজ্যের একাধিক গাড়ি মালিকের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।

গাড়ির ধোঁয়া পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (Government of West Bengal)!

যাদের দু’চাকা কিংবা চার চাকা গাড়ি রয়েছে তাঁরা জানেন গাড়ির দূষণ সম্বন্ধিত শংসাপত্র না থাকলে পরিবহণ দফতরকে মোটা টাকার জরিমানা দিতে হয়। তবে জানা যাচ্ছে, এতদিন যে অঙ্কটা গুনতে হতো সেটা এবার এক ধাক্কায় অনেকখানি কমতে চলেছে। আগে এর জন্য ১০,০০০ টাকা দেওয়ার কথা বলা হলেও এবার সরকারের (Government of West Bengal) তরফ থেকে তা মাত্র ২০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

শব্দ ও বায়ু দূষণের নিয়ম লঙ্ঘনের জন্য যে জরিমানা আরোপ করা হতো, রাজ্য সরকারের তরফ থেকে তা অনেকখানি কমানো হয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন। সেই সঙ্গেই জানা যাচ্ছে, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বেসরকারি পরিবহণ সংগঠনগুলির বৈঠকের পর এই বিষয়ে আরও তীব্র ইঙ্গিত পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ মমতার ‘স্নেহধন্য’ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ! এই সন্দীপ ঘোষ কে জানেন?

পরিবহণ দফতর সূত্রে খবর, যদি পরীক্ষা করার সময় দেখা যায়, বৈধ দূষণ শংসাপত্রের (Pollution Certificate) কোনও গাড়ি দূষণের নিয়মে ব্যর্থ হয়েছে, ওই গাড়ির মালিককে ৭ দিনের মধ্যে অন্য দূষণ পরীক্ষা কেন্দ্র থেকে গাড়ির দূষণ পরীক্ষা করার অনুমতি প্রদান করে চিঠি পাঠানো হয়। ওই কেন্দ্র থেকে ‘ওকে’ সার্টিফিকেট না দেখাতে পারলে সেই ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা করা হতো।

Government of West Bengal car pollution

তবে অনেকে বলেন, এই টাকাটা অনেকখানি বেশি। এত টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। সেই জন্য টাকার অঙ্কটা কমানোর আর্জি জানানো হয়। এরপরেই সরকারের (Government of West Bengal) তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, প্রথমবার পলিউশন ফেল হলে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। এরপর ৫,০০০ এবং ১০,০০০ টাকা জরিমানা করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর