বাস নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের! সিঁদুরে মেঘ দেখছেন বাস মালিকরা

বাংলা হান্ট ডেস্কঃ শহরের রাস্তায় বাসের রেষারেষি কমাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই সেই কারণে একাধিক পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই জানা যাচ্ছে, বাসের রেষারেষিতে লাগাম টানতে কিউআর কোড চালু করার কথা ভাবছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)।

  • সরকারের (Government of West Bengal) পদক্ষেপে চাপে বাস মালিকরা!

জানা যাচ্ছে, নির্দিষ্ট রুটের কোনও বেসরকারি বাসের খবর জানার জন্য কিউআর কোড (QR Code) চালু করতে চলেছে পরিবহণ দফতর। একটি অ্যাপের মাধ্যমে এই নজরদারি চালানো হবে বলে খবর। বাস স্ট্যান্ড থেকে বেরনোর আগে সেই বাসের ভেতর লাগানো কিউআর কোড স্ক্যান করতে হবে চালককে। এরপর সেই বাসের গতি সহ যাবতীয় তথ্য জেনে যাবেন পুলিশ এবং পরিবহণ দফতরের আধিকারিকরা। সেই সঙ্গেই বাসের খবর পাবেন যাত্রীরাও।

এদিকে এই পদ্ধতি চালুর কথা সামনে আসতেই চাপে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। তাঁদের দাবি, কোভিডকালে লকডাউনের জন্য বেসরকারি পরিবহণ ব্যবস্থা এমনিতেই অনেকটা ভেঙে পড়েছে। এরপর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের (Government of West Bengal) নির্দেশ মতো টাকা খরচ করে ভিএলটিডি তথা ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইক বসাতে হয়েছে। এরপরেই আবার কিউআর কোড লাগানোর ভাবনা!

আরও পড়ুনঃ DA ভুলে যান! সরকারি কর্মীদের ‘টাইট’ দিতে এবার নয়া কৌশল রাজ্যের

বেসরকারি বাস (Bus) মালিকদের কথায়, বিগত ৫ বছর ধরে বাসের ভাড়া একই রয়েছে। সেই কারণে বাস চালিয়ে তেমন লাভ হচ্ছে না। এই আবহে বাসের মধ্যে নিত্যনতুন প্রযুক্তি লাগাতে হচ্ছে। নিজেদের খরচে সেটা করতে হচ্ছে। তাঁদের মতে, নতুন প্রযুক্তি কার্যকর হলে তাঁদের খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন। আরও অভিযোগ, এই ধরণের প্রযুক্তির অন্তর্ভুক্তির ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনও সহযোগিতা মেলে না।

Government of West Bengal Bus

সরকারের (Government of West Bengal) এই কিউআর কোড লাগানোর ভাবনা প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসেসের নেতা টিটু সাহা বলেন, ‘কিউআর কোড নিয়ে পরিবহণ দফতর যে নয়া পদ্ধতি চালু করতে চাইছে, সেটা বাস মালিকদের বিষয় নয়। সম্পূর্ণ বিষয়টি চালকের সচেতনতার ওপরই নির্ভরশীল। এর জন্য প্রশিক্ষণ শিবির করা দরকার। সরকারকে আরও সহনশীল হতে হবে। তবে কিউআর কোড চালু করতে বাস মালিকদের ওপর যেন কোনও আর্থিক দায় না বর্তায়, সেটা যেন পরিবহণ দফতরকে মনে রাখে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর