বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রত্যেক নাগরিক যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তা সুনিশ্চিত করতে সর্বদা উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এই কারণে বিভিন্ন সময়ে নানান প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে বহু প্রকল্পে মাসিক ভাতা প্রদান করা হয়। আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের এমনই একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে যেখানে এককালীন আড়াই লক্ষ টাকা অবধি পেতে পারেন উপভোক্তারা।
রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?
আজ যে প্রকল্প নিয়ে আলোচনা করা হবে, সেখানে প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৫৫ টাকা করে দেবে সরকার। উপভোক্তার বয়স ৬০ বছর হয়ে যাওয়ার পর ফেরত পাওয়া যাবে সেই টাকা। নির্মাণ শ্রমিকদের জন্য এই স্কিম (Government Scheme) নিয়ে আসা হয়েছে। কমপক্ষে ৫ বছর এই স্কিমের সদস্য থাকলে অবসর গ্রহণের পর ১০০০ টাকা করে পেনশনও পাওয়া যাবে বলে খবর। সেই সঙ্গেই রয়েছে আরও নানান সুবিধা।
জানা যাচ্ছে, রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পে উপভোক্তাদের কোনও টাকা দিতে হবে না। সরকারের তরফ থেকেই তাঁদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা জমা করা হবে। এছাড়া কেউ যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম নথিভুক্ত করান, তাহলে ৬০ বছর বয়সে তিনি আড়াই লাখ টাকা পাবেন। পরবর্তীতে সরকারের তরফ থেকে জমা করা টাকার পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে এই অঙ্কটাও বাড়বে।
আরও পড়ুনঃ চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি! ‘কব্জি কেটে নেব’! বাংলাদেশকে চরম হুঁশিয়ারি পীরজাদা ত্বহা সিদ্দিকির
এখানেই শেষ নয়! সামাজিক সুরক্ষা যোজনার (Samajik Suraksha Yojana) কোনও উপভোক্তা অবসর গ্রহণের আগে প্রয়াত হলে মিলবে ক্ষতিপূরণ। অবসরের আগে স্বাভাবিক মৃত্যু হলে ৫০,০০০ টাকা, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ২ লক্ষ টাকা এবং দুর্ঘটনার কারণে যদি শারীরিক অক্ষমতা হয় তাহলে ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ পাওয়া যাবে বলে খবর। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্য কিছু শর্তাবলীও মানতে হয়।
রিপোর্ট বলছে, সড়কপথ, ভবন নির্মাণ, রেল, বন্যা নিয়ন্ত্রণ, সেচ-নিকাশি, টেলিফোনের টাওয়ার তৈরি ও তার লাগানো, জল সরবরাহ ব্যবস্থা, জলের ট্যাঙ্ক ও জলাশয় তৈরি, পাইপলাইন তৈরি, মেরামতি, রক্ষণাবেক্ষণ ও তা ভাঙা, টালি-ইট তৈরি, পাথর খাদান ও পাথর ভাঙার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের নির্মাণ কর্মী হিসেবে গণ্য করা হবে এবং তাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন। ১৮ থেকে ৬০ বছর বয়সি যে কোনও নির্মাণ কর্মী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে খবর। তার জন্য বিগত ৯০ দিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে।
এছাড়াও জানা যাচ্ছে, রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পের সুবিধা পাবেন চা বাগানে কাজ না করা, অথচ সেখানে বসবাসকারী মানুষরা। এদের সাধারণত ‘নন ওয়ার্কার’ বলা হয়। শ্রমিক পরিবারের সদস্য অথবা সদস্য নন এমন বহু মানুষ সংসার চালাতে চা শিল্পের বাইরের অন্য পেশার সঙ্গে জড়িত। এবার তাঁদেরও সামাজিক সুরক্ষা যোজনার অধীন নিয়ে আসা হয়েছে বলে খবর।