এই কার্ড থাকলেই ব্যাঙ্কে ঢুকবে অতিরিক্ত টাকা! রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ

বাংলা হান্ট ডেস্কঃ তেরো থেকে তিরাশি, রাজ্যের প্রায় সকল নাগরিকের জন্যই কোনও না কোনও প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যবাসীর সুবিধার্থে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। ছাত্রছাত্রী, যুবক যুবতী, গৃহবধূ থেকে শুরু করে প্রবীণ নাগরিক, প্রত্যেকের জন্যই কোনও না কোনও উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এবার যেমন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য দুর্দান্ত একটি উদ্যোগ নেওয়া হল।

ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে সিনিয়র সিটিজেন (Seniro Citizen) তথা প্রবীণ নাগরিকদের নানান সামাজিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে Senior Citizen Card চালু করা হয়েছে। এই রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্যে সেই সুবিধা থাকলেও এতদিন অবধি সরকারিভাবে এই কার্ড দেওয়ার কোনও প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে এবার রাজ্যের প্রবীণ নাগরিকদের মুখ চেয়ে একটি দারুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

কলকাতা পুলিশের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। তার নাম রাখা হয়েছে ‘প্রণাম’। সেই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিকদের নানান ধরণের সুবিধা প্রদান করা হয়ে থাকে। এই কর্মসূচিতে অংশ নেওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের একটি বিশেষ কার্ড প্রদান করা হয়। নানান ব্লক অফিসে নিজেদের উদ্যোগে প্রবীণ নাগরিকদের এই সুবিধা প্রদান করা হচ্ছে। তবে সম্পূর্ণ রাজ্যে এখনও সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা চালু করা হয়নি। এমনকি এই কার্ডের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়াও চালু করা হয়নি।

আরও পড়ুনঃ জোড়া, পদ্মে হাড্ডাহাড্ডি! ‘ভোট সপ্তমী’র আগে হুঙ্কার অভিষেকের, পাল্টা তোলপাড় ফেললেন শুভেন্দু

এখন প্রশ্ন উঠতেই পারে সিনিয়র সিটিজেন কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে? তাহলে বলে রাখি, প্রথমত, এই কার্ড ব্যবহার করলে সিনিয়র সিটিজেনরা ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে অতিরিক্ত সুদ পাবেন। দ্বিতীয়ত, ট্রেন, বাসের মতো গণপরিবহণের টিকিট বুক করার ক্ষেত্রে বাড়তি ছাড় পাবেন, তৃতীয়ত, সিনিয়র সিটিজেনদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ সুবিধা মিলবে এবং চতুর্থত , এই কার্ড ব্যবহার করলে সিনিয়র সিটিজেনরা নানান সামাজিক ও সরকারি প্রকল্পের অংশ হতে পারবেন।

Mamata Banerjee Government of West Bengal

এই কার্ডে আবেদন করতে গেলে বয়সের শংসাপত্র, ঠিকানার শংসাপত্র এবং রক্ত পরীক্ষার দ্বারা বয়স যাচাইয়ের প্রমাণপত্র লাগে। আগেই বলা হয়েছে, এখনও গোটা রাজ্যে এই কার্ড চালু হয়নি। তবে নানান ব্লক এবং তহশিলদারের অফিসে বৃদ্ধ নাগরিকদের বিশেষ শংসাপত্র দেওয়া হচ্ছে। সেই জন্য এই কার্ডের জন্য যদি কেউ আবেদন করতে চান তাহলে তাঁকে নিকটবর্তী তহশিলদারের অফিসে যেতে হবে। সেখান থেকে জানতে হবে এই কার্ড দেওয়া হচ্ছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। সেই সঙ্গেই দরকারি নথিপত্রের জেরক্স দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর