স্কুল পড়ুয়ারা করতে পারবে না এই কাজ! নয়া নির্দেশিকা আসতেই প্রতিবাদ প্রধান শিক্ষকদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ইস্যুতে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছে তেরো থেকে তিরাশি। বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি প্রতিবাদ মিছিলে শামিল হতে দেখা গিয়েছে পড়ুয়াদেরও। এবার এই নিয়েই শুরু হয়েছে গণ্ডগোল! আরজি কর ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজনৈতিক মিছিলে যেতে ‘না’ রাজ্যের (Government of West Bengal)। ইতিমধ্যেই একাধিক বিদ্যালয়কে শোকজ করা হয়েছে। এদিন এর বিরুদ্ধে প্রতিবাদে নামেন প্রধান শিক্ষকরা।

পড়ুয়াদের রাজনৈতিক মিছিলে যাওয়ায় ‘না’ রাজ্যের (Government of West Bengal)!

শহর কলকাতায় স্কুল পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে শামিল হতে দেখা গিয়েছে। সম্প্রতি হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এদিন তার প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান প্রধান শিক্ষকরা।

জানা যাচ্ছে, আরজি কর ঘটনার (RG Kar Incident) প্রতিবাদে শিক্ষার্থীদের নিয়ে মিছিল করায় শিক্ষা দফতরের তরফ থেকে হাওড়ার ৩টি বিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। বিদ্যালয় চলাকালীন মিছিল করায় শিশুদের অধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বলুহাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবশ্য দাবি, স্কুল ছুটি হওয়ার পর এই মিছিল করা হয়েছিল।

আরও পড়ুনঃ অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকি! ১০ কোটির পুরস্কার, বিরাট পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

এদিকে পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর তরফ থেকে জেলার সকল জুনিয়র হাইস্কুল, হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের মেইল আইডি-তে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বলা হয়েছে, বিদ্যালয়ের বাইরে রাজ্য সরকারের (Government of West Bengal) কোনও অনুষ্ঠান ব্যতীত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

Government of West Bengal order protest by headmasters

রাজ্যের শোকজ নোটিশ প্রসঙ্গে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, কোনও পড়ুয়া বিদ্যালয় ছুটি হওয়ার পর কোথায় যাবে না যাবে সেটা তার এবং তার অভিভাবকের বিষয়। সেটা নিয়ে কীভাবে হাওড়া ৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ করা হল? আমরা এর তীব্র বিরোধিতা করছি। সেই বিষয়েই আজ পথে নেমেছেন বলে জানিয়েছেন ওই প্রধান শিক্ষক।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X