চুক্তিভিত্তিক নয়, এবার থেকে স্থায়ী! ‘এই’ শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ (School Teacher Recruitment) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে অনেকের, গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট। গত বছর দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরিজীবীর ভাগ্য। এই আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)। ফের বাংলার বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার থেকে ‘স্থায়ী’ হবেন এই শিক্ষকরা (Government of West Bengal)!

শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাইপ্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম। দুর্নীতির জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক করেছে অনেককে। এই আবহে ফের শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। স্কুল শিক্ষা দফতর সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

বাংলার নানান বিদ্যালয়ে স্পেশ্যাল এডুকেটর (Special Educator) নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, নতুন বিধিতে ১০ বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করতে চায় রাজ্য।

আরও পড়ুনঃ ‘সকল শিক্ষক-শিক্ষিকার জন্য…’! বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! জোর শোরগোল

এছাড়াও জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআরের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি, ১০০টি শূন্যপদের জন্য এতদিন ১৪০ জনকে ডাকা হলেও, এবার থেকে সেই সংখ্যাটা কমতে চলেছে। ১৪০ জন নয়, এবার ১০০টি শূন্যপদের জন্য ১২০ জনকে ডাকা হবে।

Government of West Bengal school teacher recruitment

এখানেই শেষ নয়! এতদিন অবধি রাজ্যের বিদ্যালয়গুলিতে স্পেশ্যাল এডুকেটর পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো। তবে এবার আর তেমনটা হবে না। বরং এবার স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য (Government of West Bengal)। অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর