বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার পর দু’মাস অতিক্রান্ত। এখনও কমেনি আন্দোলনের ঝাঁঝ। বর্তমানে ১০ দফা দাবি সামনে রেখে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে সামনে এল স্বাস্থ্যসাথীতে (Swasthya Sathi Scheme) খরচের রেকর্ড!
একলাফে বাড়ল স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi Scheme) খরচ!
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। এরপর কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। এবার নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, গত ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অবধি স্বাস্থ্যসাথীতে রাজ্যের প্রায় ৩১৫ কোটি টাকা খরচ হয়েছে।
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবং আন্দোলনের আবহে স্বাস্থ্যসাথীতে রাজ্যের খরচ অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অবধি স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের (Government of West Bengal) যা খরচ হয়েছে তা অন্যান্য সময়ের তুলনায় দৈনিক গড়ে ১ কোটি ১৩ লাখ টাকা করে বেশি।
আরও পড়ুনঃ গ্রেফতার হতেই ভাঁড়ারে টান! FD ভাঙতে চেয়ে এবার হাইকোর্টে ছুটলেন সন্দীপ ঘোষ
গত ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অবধি প্রত্যেকদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের খাতে গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা করে রাজ্যের খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে এমনই খবর মিলেছে। স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে।
জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবং আন্দোলনের জেরে স্বাস্থ্যসাথী খাতে রাজ্যের কত খরচ হয়েছে, তা নিয়ে একটি সমীক্ষা করা হয়। তাতেই এই তথ্য উঠে এসেছে বলে খবর। জানা গিয়েছে, শহর কলকাতার বেসরকারি হাসপাতালগুলি থেকেই এই প্রকল্পের (Swasthya Sathi Scheme) খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর এই তথ্য নবান্নে জমা করেছে।
এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কথা বলা হলে, বর্তমানে ধর্মতলায় আমরণ অনশন চলছে। আজ থেকে আবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের ১০ দফা দাবি সম্বন্ধে আমজনতাকে অবহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।