বেপরোয়াভাবে গাড়ি চালালেই…! দুর্ঘটনা এড়াতে বিরাট সিদ্ধান্ত সরকারের! এক ঘোষণায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বেপরোয়াভাবে গাড়ি চালানোর দিন শেষ! দুর্ঘটনা এড়াতে এবার বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মঙ্গলবার দু’টি বাসের রেষারেষির জেরে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। এরপর বৃহস্পতিবার ফের কলকাতায় জোড়া দুর্ঘটনা ঘটে। এরপরেই বড় সিদ্ধান্ত নেওয়া হল।

  • বেপরোয়াভাবে গাড়ি চালানো ঠেকাতে কড়া ‘দাওয়াই’ সরকারের (Government of West Bengal)!

গতকাল বাস সংগঠন ও ক্যাব সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকরা। বৈঠক শেষ হওয়ার পর স্নেহাশিস জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানো হলে এবার সোজা খুনের মামলা রুজু করা হবে।

রাজ্যের পরিবহণমন্ত্রীর কথায়, ‘রেষারেষি বন্ধ করতেই হবে। জনবহুল স্থানে যদি রেষারেষি করা হয় তাহলে চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে যিনি বেপরোয়াভাবে গাড়ি চালাবেন, তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। এবার কীভাবে গাড়ি চালাবেন সেটা চালক ঠিক করবেন’।

আরও পড়ুনঃ পেনশন নিয়ে বড় খবর! কেন্দ্র এবার যা সিদ্ধান্ত নিল … মাথায় হাত গ্রাহকদের

একইসঙ্গে স্নেহাশিস বলেন, এবার থেকে আইন না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। বহু প্রস্তাব পেয়েছেন, সেগুলি নিয়ে সরকারের (Government of West Bengal) তরফ থেকে নির্দেশিকা দেওয়া হবে। সেই নির্দেশিকা না মানা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পরিবহণমন্ত্রী বলেন, ‘আয়ের জন্য বেপরোয়াভাবে বাস চালানো যাবে না। বাস মালিককেও এই দিকে নজর রাখতে হবে। সরকার এই জায়গায় কড়া হবে। ট্রাফিক আইন অমান্য করলেই দুর্ঘটনা ঘটে’।

Government of West Bengal road accident

এদিন কমিশন প্রথা বন্ধ করার কথাও বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। একই সুর শোনা যায় পুরমন্ত্রী ফিরহাদের গলাতেও। স্নেহাশিস (Snehasis Chakraborty) জানান, বাস সংগঠনগুলিকে কমিশন প্রথা তুলতে বলা হয়েছে। এভাবে বাস চালাতে দেওয়া হবে না বলে জানান তিনি। অন্যদিকে ফিরহাদ বলেন, ‘কমিশন প্রথার জন্য বাস রেষারেষি করে। আমি একটা এসওপি করতে বলেছি, যেখানে কমিশন প্রথা থাকবে না’। এদিকে বাস সংগঠনগুলির তরফ থেকে আবার এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু কলকাতা ও দুই ২৪ পরগণায় কমিশন রয়েছে। অন্য জায়গায় তাহলে দুর্ঘটনা হবে কেন?’

গতকালের বৈঠক শেষে পরিবহণমন্ত্রী বলেন, মদ্যপান করে গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো, চালকের পরিবর্তে খালাসির গাড়ি চালানোর মতো ঘটনা আটকানোর জন্যেও এবার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গেই স্কুলের ছাত্রছাত্রী বহনকারী গাড়িগুলির দুর্ঘটনা এড়ানোর জন্যেও সরকারের (Government of West Bengal) তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। ফিরহাদ বলেন, ‘সব বিদ্যালয়ের সামনে রেলিং দেওয়া হবে। পুলিশ এখন গার্ডরেল দেবে’। এর পাশাপাশি প্রত্যেক স্কুল পড়ুয়াকে যাতে একসঙ্গে না ছাড়া হয়, সেই বিষয়ে নজর দেওয়ার কথাও বলেছেন তিনি। সেই সঙ্গেই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচির ওপর ফোকাস করা এবং সচেতনতা বাড়ানোর জন্য পরিবহণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর