হকার উচ্ছেদ অতীত, এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত! প্রশাসনের এক নির্দেশে ঘুম উড়ল টোটো মালিকদের!

   

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে হকার উচ্ছেদ। ফুটপাথ দখল মুক্ত করা নিয়ে একেবারে কড়া মনোভাব দেখা গিয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal)। যদিও তীব্র আন্দোলনের কারণে আপাতত খানিকটা সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হকারদের মাস খানেক সময় দেওয়া হলেও ফুটপাখ দখল মুক্ত করার কাজ কিন্তু এখনও চলছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উষ্মা প্রকাশ করার পর থেকে অ্যাকশনে নেমে পড়েছে প্রশাসন। মূলত যে সকল পাকা দোকানদাররা নিজেদের দোকানের নির্ধারিত অংশের বাইরের অংশ বাড়িয়ে ফুটপাথ দখল করেছেন, তাঁদের সেই সকল জায়গা থেকে উচ্ছেদ করার কাজ হচ্ছে বলে খবর। এই আবহে এবার টোটো (Toto) নিয়ে সামনে এল বড় খবর। জানা যাচ্ছে, তিন চাকার এই যান নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে প্রশাসন।

রাজ্যের নানান জেলায় এখন দাপিয়ে বেড়াচ্ছে টোটো (Toto Rules)। এর ফলে বহু জায়গায় যানজটের সমস্যা তৈরি হয়। সাধারণ মানুষের গলাতেও শোনা যায় অভিযোগের সুর। এখন যেমন হকার এবং ফুটপাথ দখল মুক্ত করা দেখে অনেকে বলছেন, এসব করে সুরাহা তেমন হবে না। কারণ এখন যেসব জায়গা ফাঁকা করা হচ্ছে, কয়েকদিন পর সেখানেই লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে।

আরও পড়ুনঃ চোপড়া কাণ্ডের মোড় ঘুরিয়ে দিলেন নির্যাতিতা! ভিডিও কেন ভাইরাল করা হল? নিলেন চরম পদক্ষেপ!

এই আবহে এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় টোটো নিয়ে একটি বৈঠক করেছেন। সেখানে ভবিষ্যতে টোটো নিয়ে পদক্ষেপ গ্রহণ করা শুরু হবে। জানা যাচ্ছে, এই শহরের মানুষরা টোটোর কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছেন। সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কথায়, সবটা একটা সিস্টেমে চলতে হবে। এমনকি নিয়ন্ত্রণহীন টোটো চলাচলের ক্ষেত্রেও যে আগামীদিনে লাগাম টানা হতে পারে তা ওনার কথায় পরিষ্কার।

Toto rules

সিউড়ির পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার বারাসত পৌরসভার একটি পদক্ষেপ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগে বারাসাত পৌরসভার তরফ থেকে মোটর ভেহিকেলস আধিকারিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। সেখানে যে সকল টোটোয় QR Code নেই সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। যে সকল টোটো চালকরা নিয়মের তোয়াক্কা না করে রাস্তা দিয়ে যাতায়াত করছেন তাঁদের অবিলম্বে সকল দিক ঠিক করে রাস্তা নামতে হবে, নাহলে তাঁদের টোটো বাজেয়াপ্ত করা হতে পারে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর