বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সিভিক ভলেন্টিয়াররা। চিকিৎসকের ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বড় পদক্ষেপ নিল রাজ্য (Government of West Bengal)।
সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর (Government of West Bengal)!
জানা যাচ্ছে, এবার সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়ের তরফ থেকেই সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
- সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া উদ্যোগ রাজ্যের!
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পরেই সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কী কী প্রশিক্ষণ দেওয়া হবে সেটার খসড়া তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে (Government of West Bengal)। সেটা তৈরি হয়ে যাওয়ার পর প্রশিক্ষণ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘নিরপেক্ষভাবে কাজ করুন, নাহলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব’! এক কথায় তোলপাড়
আগামী বছরের শুরুতে সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণ (Civic Volunteers Training) দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর। প্রায় দেড় মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আগামী বছর জানুয়ারি মাস থেকেই এই বিশেষ ‘পাঠ’ দেওয়া শুরু হতে পারে। সূত্রের খবর এমনটাই।
দেড় মাস ব্যাপী এই প্রশিক্ষণে কী কী পাঠ দেওয়া হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে, আইন শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়? চাকরির সময় কীভাবে শৃঙ্খলা পরায়ণ থাকা উচিত? কী কাজ করা উচিত আর কী করা উচিত নয়? নানান আইনের ধারায় কী বলা আছে সেই বিষয়ে এবার সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের কাজের বার্ষিক মূল্যায়নও দরকার বলে মনে করেন অনেকে। খারাপ কাজ করলে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভালো কাজ করলে পুরস্কারও দেওয়া উচিত, বলছেন কেউ কেউ। তবে আপাতত রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে স্রেফ প্রশিক্ষণের বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কবে, কী প্রশিক্ষণ দেওয়া হয়, এবার সেটাই দেখার।