এবার থেকে এই নির্দিষ্ট হেলমেট না পড়লেই রাস্তায় কড়া শাস্তি! নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ পথেই শেষ হয়ে যাচ্ছে প্রাণ। দিনের পর দিন হুড়মুড়িয়ে বাড়ছে দুর্ঘটনা। বেপরোয়া গতির গাড়িতে প্রাণহানির ঘটনা আকছার ঘটছে। এই পরিস্থিতিতেই এবার পথ নিরাপত্তার উপর জোর রাজ্যের (Government of West Bengal)। দুর্ঘটনা থেকে যাতে মাথাটা অন্তত বাঁচানো যায় সেই লক্ষ্যে হেলমেট (Helmet) নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

বৃহস্পতিবার এক জরুরি বৈঠক ছিল। উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকে। সেখানেই পথ নিরাপত্তায় জোর দিতে হেলমেট নির্ধারণের বিষয় ঠিক হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটই পরতে হবে বাইক আরোহীদের।

কি বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে? সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পরিবহণ দপ্তরের তরফে মোটর ভেহিক্যালসের নিয়মের কথা উল্লেখ করে বলা হয়েছে এবার থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পরামর্শ অনুযায়ী, Indian standard 4151:2015 – এই হেলমেট পরতে হবে প্রত্যেক বাইক আরোহীকে। অন্য কোনো হেলমেট পড়া যাবে না। দু চাকার সওয়ারিদের ওই নির্দিষ্ট হেলমেটই পরতে হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।

আরও পড়ুন: বাড়ল DA! কত শতাংশ? বছর শেষে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর

Indian standard 4151:2015- এই হেলমেটই এবার থেকে সকল বাইক আরোহীকে পড়তে হবে। শুধু কলকাতা নয় রাজ্যের সর্বত্রই অবিলম্বে এই লাগু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে, এই নির্দিষ্ট মানদণ্ডযুক্ত হেলমেট না পরলে রাজ্য সরকার কড়া ব্যবস্থাও গ্রহণ করবে।

7dfc2 170255 road accident

আরও পড়ুন: আজ ফের বৃষ্টি ২ জেলায়! দক্ষিণবঙ্গের কোথায় কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার খবর

এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “রাস্তায় চলাচলের সময় এই নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটগুলি পরলে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা কমবে।’ সকলে সঠিকভাবে এই নিয়ম মানছে কি না তা দেখতে পথ নিরাপত্তায় কড়া নজরদারি চলবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, বাইক বা স্কুটি দুচাকার আরোহীদের ক্ষেত্রে বাধ্যতামূলক। চার বছরের উর্ধ্বে বাচ্চাদেরও বর্তমানে হেলমেট পরানো হয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর