বন্ধ হচ্ছে না ট্রাম, তবে…! বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের! ‘ফাঁস’ হতেই তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ট্রাম মানে কারোর কাছে ঐতিহ্য, কারোর কাছে আবার আবেগ। ১৫০ বছরেরও বেশি সময় ধরে শহর কলকাতার বুকে ট্রাম ছুটছে। তবে সম্প্রতি শোনা যায়, এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এই নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে। এর মাঝেই এবার সামনে এল বড় আপডেট। জানা যাচ্ছে, নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ট্রাম নিয়ে কী সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)?

অতীতে মহানগরীর একাধিক রুটে ট্রাম (Kolkata Tram) চললেও, বর্তমানে তা কমতে কমতে মাত্র তিনটিতে এসে ঠেকেছে। টালিগঞ্জ-বালিগঞ্জ, ধর্মতলা-শ্যামবাজার এবং গড়িয়াহাট-ধর্মতলা রুটে ট্রাম চলাচল করে। তবে এবার শোনা যাচ্ছে, ভবিষ্যতে সেই সংখ্যাটা কমে একটি হতে চলেছে। তাই শুধুমাত্র জয় রাইড হিসেবে চলবে।

জানা যাচ্ছে, সবদিক বিচার বিবেচনা করার পর শুধুমাত্র একটি রুটে ট্রাম চালানোর কথা ভাবা হয়েছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে আর্জি জানাবে পরিবহণ দফতর। আমফানের সময় থেকে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর অবধি যে ট্রাম লাইন বন্ধ রয়েছে, সেই লাইনটিকে ফের চালু করা হবে বলে খবর। ওই রুট সংকুচিত করে সরকারের (Government of West Bengal) তরফ থেকে জয় রাইড হিসেবে চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ৬ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ! বাংলার নাম রয়েছে তালিকায়? বিরাট ঘোষণা রাষ্ট্রপতির

যদিও সরকারের এই সিদ্ধান্তে খুশি নন অনেকে। শহর থেকে ট্রাম তুলে দেওয়ার ঘোরতর বিরোধী ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক সাগ্নিক গুপ্তর কথায়, ‘বিশ্বের ৪৩০টি দেশে নতুন করে ট্রাম পরিষেবা শুরু হচ্ছে। কারণ এত স্বল্প খরচে পরিবেশবান্ধব এবং দূষণহীন যান পাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের রাজ্য সরকার এই পরিষেবাটাই তুলে দিতে চাইছে। বলা হচ্ছে, ধীর গতির ট্রামের কারণে শহরে ট্রাফিক জ্যাম হচ্ছে’। তিনি আরও বলেন, একটি দু’কামরা বিশিষ্ট ট্রাম ১২০ জন মানুষকে পরিবহণ পরিষেবা দিতে পারে। কিন্তু সেটা তুলে ১২০ জন মানুষের পরিষেবার জন্য রাস্তায় ২০টি অটো নামানো হচ্ছে। একটা ট্রাম বেশি যানজট করে নাকি ২০টি অটো? প্রশ্ন সাগ্নিকের।

Government of West Bengal Kolkata tram

এদিকে ট্রাম নিয়ে অতীতে একাধিক অভিযোগও উঠেছে। ট্রামলাইনের কারণে অল্প হলেও সমস্যার সম্মুখীন হন বহু যাত্রী। ট্রামলাইনে বাইক অথবা স্কুটারের চাকা হড়কে সমস্যায় পড়েন অনেকে। অনেক সময় দুর্ঘটনাও ঘটতে দেখা যায়। এদিকে মানুষের নিরিখে রাস্তার সংখ্যা বা যানবাহন সংখ্যা কম। সেই জন্য রাজ্য সরকার (Government of West Bengal) ট্রাম পরিষেবা তুলে দিতে চাইছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর