বাংলা হান্ট ডেস্কঃ ফোর্থ স্টেজ ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ। তাঁকে অ্যাম্বুলেন্স স্ট্রেচারে করে রাতে থানায় আসতে বাধ্য করা হয়। এরপর প্রায় ৪ ঘণ্টা তাঁকে সেখানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার এই মামলায় সময় চাইল রাজ্য। গত সোমবার রাজ্যের তরফ থেকে জানানো হয়, এই বিষয়ে এদিন বিকেল অবধি লেক থানা থেকে কোনও রিপোর্ট এসে পৌঁছয়নি।
কী বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
এদিন মামলাকারীর কৌঁসুলির বক্তব্য শোনার পর উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) জানান, মঙ্গলবার এই মামলার শুনানি হবে। রাজ্য মানবিক মুখ নিয়ে আদালতে আসবে, এটাই আশা করব। এদিকে জানা যাচ্ছে, একজন ক্যান্সার আক্রান্তকে অভিযুক্ত হিসেবে থানায় উপস্থিত হতে বাধ্য করার পর ফের মঙ্গলবার তদন্তকারী অফিসার তাঁকে তলব করেন।
সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের (Police) ভূমিকা। অন্য একটি মামলায় পুলিশ আধিকারিকের ঔদ্ধত্য দেখে বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর পর্যবেক্ষণ ছিল, সমাজে সরকারের তরফ থেকে মানুষের সবচেয়ে কাছে থাকে পুলিশ। তাই তাঁরাই জন সাধারণের কাছে সরকারের মুখ। এমতাবস্থায় পুলিশ মানুষের সঙ্গে যেমন ব্যবহার করবে, সরকারের ওপর তার প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ বেকারদের জন্য চাকরির মেলা করছে পশ্চিমবঙ্গ সরকার! কোথায় হবে?
অন্যদিকে এই মামলায় রাজ্যের তরফ থেকে সময় চাওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে তা দেওয়া হয়। সেই সঙ্গেই মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবারের শুনানির আগে পুলিশ যেন তলব করার নোটিশ কার্যকর না করে।
উল্লেখ্য, বাড়িওয়ালা-ভাড়াটের বিবাদ সংক্রান্ত এই মামলায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে থানায় আসতে বাধ্য করা থেকে শুরু করে থানার মধ্যেই ‘খাপ পঞ্চায়েত’ বসিয়ে মোটা টাকা দাবি করার অভিযোগও আনা হয়েছে। এমতাবস্থায় পুলিশের তরফ থেকে কী বলা হয়, সেটাই দেখার।