বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে তৃণমূল সরকারের আমলে। আট থেকে আশি, সবার সুবিধার্থে চালু করা হয়েছে কোনও না কোনও স্কিম। রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী আরও কত কি।
মমতার এই প্রকল্পে (Government Scheme) মিলবে ১০০০০ টাকা
বঙ্গ শাসকদল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পর মধ্যে একটি হল লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। যার মাধ্যমে বাংলার মা-বোনেদের হাতে মাস গেলে অর্থসাহায্য তুলে দেওয়া হয়। তবে এবার আর ১০০০ নয়, হাতে আসবে নগদ ১০০০০ টাকা। আসলে এখানে কথা হচ্ছে ২০২০ সালে চালু হওয়া একটি প্রকল্পের কথা।
কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার যাতে সুবিধার্থে সরকার দ্বারা চালু করা হয় তরুণের স্বপ্ন (Taruner Swapno) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা ১০,০০০ টাকা পেতে পারেন। তবে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পান।
শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে সরকার তরফে ১০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। যার মাধ্যমে ট্যাব, পিসি, স্মার্টফোন (Smartphone) কিনতে হয় পড়ুয়াদের। পড়ুয়ারা মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে। সম্প্রতি সেই বিষয়েই ঘোষনা করা হয়েছে।
এই প্রকল্পে (Government Scheme) আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনও স্কুল অথবা মাদ্রাসার দ্বাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে। পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে বছরে ২ লাখ টাকার মধ্যে। তবে কেবল মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এই টাকা মিলবে না, একাদশ শ্রেণিতে ভর্তিও হতে হবে।
আরও পড়ুন: তারিখ পে তারিখ! কেন DA মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে? ফাঁস হল আসল কারণ
মাধ্যমিকের মার্কশিটের কপি, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রমাণ হিসেবে জমা করলে তবেই পাওয়া যাবে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের সুবিধা। পাশাপাশি ওই টাকা দিয়ে মোবাইল বা ট্যাব কিনে অবশ্যই সেই রসিদ বিদ্যালয়ে জমা করতে হবে।