বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে টোটোর (Toto) সংখ্যা। এর মধ্যে অধিকাংশই আবার রেজিস্ট্রেশন বিহীন। এবার তাতেই লাগাম টানতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেন রাজ্যের পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
টোটো নিয়ে কড়াকড়ি রাজ্যের (Government of West Bengal)!
বিগত কয়েক বছরে বাংলার বুকে টোটোর দৌরাত্ম্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুতেই আবার রাজ্যের দুই জেলায় অপরাধের ঘটনায় নাম জড়ায় এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। এমতাবস্থায় সমগ্র রাজ্যে টোটো নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হল। এদিন শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে নয়া ভাবনার কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস। সেই সঙ্গেই গোটা রাজ্যে টোটো নিয়ন্ত্রণের কথা বলা হয়।
বাংলার বুকে টোটো নিয়ন্ত্রণ করতে গতকাল বিধানসভায় বার্তা দেন স্নেহাশিস চক্রবর্তী। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি বলেন, রাজ্য জুড়ে প্রত্যেক টোটোর রেজিস্ট্রেশন করা হবে। সেই সঙ্গেই বানানো হবে সুনির্দিষ্ট রূপরেখা। পরিবহণমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, কারোর পেটে লাথি মারা হবে না, বরং সব দিক বিচার বিবেচনা করেই একটি নীতি বানানো হবে। এর জন্য রাজ্য সরকার (Government of West Bengal) শীঘ্রই বৈঠকে বসবে।
আরও পড়ুনঃ রোজভ্যালিতে বড় খবর! এবার ৪৫০ কোটি টাকা ফেরাচ্ছে ED! শুরু হল প্রক্রিয়া
এদিকে গতকাল বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিজেপির মুখ্য সচেতন শঙ্কর ঘোষ জিজ্ঞেস করেন, শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে রাজ্য পরিবহণ দফতর কী ব্যবস্থা নিচ্ছে? জবাবে পরিবহণমন্ত্রী বলেন, ওই শহরে যানজটের সমস্যা দূর করতে রেজিস্টার্ড নয়, এই রকম ৭ হাজারের বেশি টোটোর ওপর নিয়ন্ত্রণের বন্দোবস্তের কথা ভাবা হচ্ছে এবং ৪০০০ রেজিস্টার্ড টোটোকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।
জানানো হয়, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে প্রধাননগরে বেসরকারি বাস স্ট্যান্ড সরানো হবে। সেই সঙ্গেই আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নয়া বাস টার্মিনাসের পরিকল্পনা করা হচ্ছে। এগুলির পাশাপাশি শিলিগুড়ি সহ সমগ্র রাজ্যে টোটো নিয়ন্ত্রণের জন্য বিধানসভায় নয়া বার্তা দেন পরিবহণমন্ত্রী। শীঘ্রই এই নিয়ে রাজ্য সরকার (Government of West Bengal) বৈঠকে বসবে বলে জানানো হয়।