বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ আজকের নয়। টাকা বরাদ্দ না করার অভিযোগও উঠেছে বহুবার। সেই কারণে বহু প্রকল্পে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আগামী ডিসেম্বর মাস থেকে এমনই একটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য (Government of West Bengal)। সম্প্রতি সামনে এসেছে এমনই খবর।
ডিসেম্বরেই টাকা দিতে পারে সরকার (Government of West Bengal)
রাজ্য আগেই আবাস যোজনার ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করার কথা ঘোষণা করেছিল। পূর্ব ঘোষণা মতো আগামী ডিসেম্বর মাস থেকেই এই যোজনার টাকা দেওয়া শুরু হবে বলে খবর। জানা যাচ্ছে, বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয়। সংশ্লিষ্ট সকল দফতরের সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রশাসনিক সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাস যোজনার (Awas Yojana) অনুমোদিত লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা পরিবারগুলিকেও সমীক্ষার অধীন আনা হবে।
- কত টাকা বরাদ্দ করেছে রাজ্য?
জানা যাচ্ছে, আবাস যোজনার অধীন সমতলের পরিবারগুলির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা এবং প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলির জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার (Government of West Bengal)। এদিনই এই নিয়ে গাইডলাইন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যাদের তিন চাকার অথবা চার চাকার গাড়ি রয়েছে, তিন চাকা অথবা চার চাকার কৃষিজ যন্ত্র আছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মাসিক ১৫,০০০ টাকার বেশি আয় এবং আয়কর দেওয়া পরিবারগুলিও আবার যোজনার টাকা পাবেন না।
আরও পড়ুনঃ ‘বহিরাগত দুষ্কৃতীদের পরিষেবা দেবে’! কলকাতা ট্রামের রুট ঘোষণা হতেই বিস্ফোরক গর্গ চট্টোপাধ্যায়
এখানেই শেষ নয়! নির্দিষ্ট পরিমাণ জমি থাকলেও এই প্রকল্পের টাকা দেবে না সরকার। আড়াই একর অথবা তার বেশি সেচযুক্ত কৃষি জমি ও পাঁচ একক অসেচযুক্ত কৃষি জমি থাকলেও এই প্রকল্পের (Government Scheme) টাকা মিলবে না। এক কথায়, যে সকল আবেদনকারীর নাম আবাসের তালিকায় রয়েছে, তাঁরা আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা খতিয়ে দেখার জন্যই এই এসওপি।
জানা যাচ্ছে, অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে সমীক্ষার কাজ। আগামী ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর অবধি বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। এরপর ১৪ নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করে ফেলতে হবে। চেকিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আগামী ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এসডিও, বিডিও, জেলাশাসকের অফিসের সামনে ও ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে।
কারোর যদি কোনও রকম অভিযোগ থাকে তাহলে তিনি সেখানে জানাতে পারবেন। এরপর ১৩ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি আবাসের তালিকার অনুমোদন প্রদান করবে। সেটা হয়ে গেলেই ডিসেম্বরের ২০ তারিখ থেকে টাকা প্রদান করা শুরু হবে। আবাস যোজনার টাকা দু’দফায় দেওয়া হবে (Government of West Bengal)। প্রথম দফায় ৬০,০০০ টাকা এবং দ্বিতীয় দফায় বাকি টাকা দেওয়া হবে বলে খবর।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা