বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সকল মানুষ যাতে ভালো থাকেন, সেদিকে সবসময় কড়া নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো স্কিমের সূচনার পাশাপাশি বহু প্রকল্পে ‘একলা চলো নীতি’ও অনুসরণ করেছে রাজ্য। মঙ্গলবার তথা আজ থেকে যেমন এমনই একটি স্কিমে টাকা পাঠানো শুরু হতে চলেছে।
আজ থেকে এই প্রকল্পে (Government Scheme) টাকা পাঠাবে সরকার!
২০২২ সাল থেকে আবাস যোজনার খাতে পশ্চিমবঙ্গের বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে মুখ্যমন্ত্রী এই প্রকল্পে ‘একলা চলো নীতি’ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আগেই জানা গিয়েছিল, নববর্ষের প্রাক্কালে রাজ্যের প্রায় ১২ লক্ষ পরিবারকে আবাস যোজনা (Awas Yojana) তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবে রাজ্য। এবার জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে এই স্কিমের টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী।
রিপোর্ট বলছে, আজ বিকেল থেকে এই প্রকল্পের (Government Scheme) উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আজ-কালের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। নবান্ন সূত্রে খবর, গ্রাহকদের সংখ্যা যেহেতু প্রচুর, সেই কারণে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা তথা বাংলার বাড়ির টাকা ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। এই সময়কালে কেউ যেন ধৈর্য না হারান। চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে, প্রত্যেককে টাকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার! এবার বিরাট ‘কাণ্ড’ ঘটালেন অয়ন শীল… জোর শোরগোল
গতকাল বিকেলে অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, আবাস যোজনা তথা বাংলার বাড়ির (Banglar Bari) টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এই স্কিমে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় সরকার। প্রথম দফায় ৬০,০০০, দ্বিতীয় দফায় ৪০,০০০ এবং শেষ দফায় ২০,০০০ টাকা করে দেওয়া হয়।
উল্লেখ্য, আবাস যোজনার খাতে ৬০% টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০% দেয় রাজ্য। তবে বিগত প্রায় দু’বছর ধরে এই স্কিমে (Government Scheme) বাংলার বরাদ্দ বন্ধ রেখেছে মোদী সরকার। তাই এবার ১০০% টাকাই রাজ্য দেবে বলে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে স্কিমের নাম রাখা হয়েছে ‘বাংলার বাড়ি’।