বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে শুরু করে আশি, পশ্চিমবঙ্গের সকল মানুষের কথা ভেবেই কোনও না কোনও প্রকল্প চালু করেছে সরকার। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী থেকে শুরু করে বিধবা ভাতা- সেই তালিকায় নাম রয়েছে একগুচ্ছ স্কিমের। রাজ্য সরকারের এই রকমই একটি প্রকল্পে যেমন বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা প্রদান করা হয়। সেই যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) সম্বন্ধেই আজ বিশদে আলোচনা করা হল।
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে (Yuvasree Prakalpa) আবেদন পদ্ধতি
২০১৩ সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই স্কিমের (Government Scheme) অধীন বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। তবে ৬ মাস অন্তর উপভোক্তাকে সেলফ ডিক্লেয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কীভাবে খরচ হয়েছে।
যুবশ্রী প্রকল্পে (Yuvasree Prakalpa) আবেদনের বেশ কিছু যোগ্যতাও রয়েছে। আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাঁর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। সেই সঙ্গেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাঁর নাম নথিভুক্ত থাকতে হবে। যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিও তুলে ধরা হল।
আরও পড়ুনঃ ‘প্রশাসনের কাছে তালিকা পাঠানো হবে’! ফের বিস্ফোরক কুণাল, তৃণমূল নেতার নিশানায় এবার কে?
রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পে আবেদন করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। অনলাইনেও এই কাজ করা যায়। এরপর যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। সেটা যত্ন করে রাখতে হবে। এরপর সেই ফর্মের প্রিন্ট আউট বের করে আগামী ৬০ দিনের মধ্যে বাড়ির কাছের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিয়ে আসতে হবে।
ফর্ম জমা দিয়ে আসার পর অফিশিয়াল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যানেক্সার ওয়ান এবং টু পূরণ করে জমা করে দিতে হবে। ব্যস তাহলেই হবে। আবেদন করার পর যদি নাম নির্বাচিত হয় তাহলে যুবশ্রী প্রকল্পে (Yuvasree Prakalpa) মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন উপভোক্তারা।