বাংলা হান্ট ডেস্ক : এবার হকারদের পাশে দাঁড়াতৈ মানবিক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata a Banerjee) সরকার (Goverment Of West Bengal) । জানা যাচ্ছে, রাজ্যের সব পুরসভা (Municipalities) ও পুরনিগম (Municipal Corporation) এলাকার হকারদের দেওয়া হবে বিশেষ সুযোগ। আশা করা হচ্ছে রাজ্য সরকারে এই নতুন স্কিমে আসন্ন পুজোয় একটু হাসির আলো দেখতে পারবে রাজ্যের হকাররা।
আসলে পুজো মানেই জামাকাপড় কেনার ধুম। এই সময়টা একটু রোজগারের মুখ দেখে হকার বা ছোট ব্যবসায়ীরা। তবে হাতে টাকা কম থাকলে ব্যবসা বাড়ানোর সুযোগ থাকেনা। এমন পরিস্থিতিতে অনেকেই টাকার অভাবে ব্যবসা বাড়াতে পারেনা। তাই সেইসব হকারদের স্বাবলম্বী করে তুলতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ(Bank Loan) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা যাচ্ছে, প্রথম দফায় দেওয়া হবে ১০ হাজার টাকা। সেই ঋণ পরিশোধ করতে পারলে দেওয়া হবে পরের দফার ঋণ। এই পরিমাণ হল ২০ হাজার টাকা। এবং এই ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা হল ১ বছর। নির্ধারিত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারলে ঐ হকার পাবেন আরও ৫০ হাজার টাকা।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে ব্যাঙ্ক এই ঋণ দেবে তাদের নির্ধারিত সুদের হারের উপর ৭ শতাংশ ছাড় পাবে হকাররা। এটার জন্য হকাররা যে পুরসভা বা পুরনিগম এলাকায় ব্যবসা করেন সেখানে গিয়ে আবেদন করতে হবে তাদের। সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রায় ৭৫ হাজার ২৭২টি আবেদন জমা পড়েছে। তারমধ্যে ৪৬ হাজার ৫৬৯টি আবেদন অনুমোদিতও হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ৩৫ হাজার ৩৩৮ জন হকার ইতিমধ্যে ঋণ পেয়েও গিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক ৩৯ কোটি ৩১ লক্ষ টাকার ঋণ দিয়েছে। ঋণ অনুমোদন করেছে ৫২ কোটি ৪৭ লক্ষ টাকার। মূলত রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলিই এই ঋণগুলি দিচ্ছে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, গ্রামীণ এলাকার কোনও বাসিন্দা পুর-এলাকায় হকারি করলে তিনিও এই সুবিধা পাবেন। এটার জন্য প্রতিটা পুরসভায় এই প্রকল্পের জন্য একজন করে নোডাল অফিসারও দেওয়া হয়েছে।
পুজোর আগে সরকারের এই পদক্ষেপ যে হকারদের জন্য সত্যিই ভালো হবে সেকথা বলাই বাহুল্য। খবর প্রকাশ্যে আসতেই আশার আলো দেখছেন রাজ্যের হকাররা। ওয়াকিবহল সূত্রে খবর, এটার জন্য সবক’টি পুরসভাকে উদ্যোগী হতে বলেছে সরকার। এখন দেখা যাক আসন্ন পুজো হকারদের জন্য আশার আলো আনে কি না!