বাংলাহান্ট ডেস্ক : ভারত-পাকিস্তান (Pakistan Attack) সংঘাতের জেরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বাড়ছে দিনদিন। শনিবার ভোরে রাজৌরিতে পাকিস্তানের হামলায় নিহত হন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপা। সঙ্গে তাঁর আরো দুই কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অফিসার থাপাকে মৃত বলে ঘোষণা করা হয়। এক্স হ্যান্ডেলে দুঃসংবাদ শেয়ার করে ক্ষোভ, যন্ত্রণা উগরে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
রাজৌরিতে পাকিস্তানের হামলায় (Pakistan Attack) নিহত সরকারি অফিসার
এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মর্মান্তিক দুঃসংবাদ রাজৌরি থেকে। জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক বিভাগের একজন কর্মঠ অফিসারকে হারালাম আমরা। গতকালই জেলা পরিদর্শনে ডেপুটি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তিনি। অনলাইন মিটিংয়েও ছিলেন’।
শোকপ্রকাশ ওমর আবদুল্লাহর: কীভাবে ঘটল এই ঘটনা সে বিষয়ে ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ‘আজ পাকিস্তান রাজৌরি শহরে হামলা করায় অফিসারের বাড়ির উপরে পড়ে শেল। তার জেরেই নিহত হন তিনি। আমার দুঃখ প্রকাশ করার মতো শব্দ নেই। তাঁর আত্মা শান্তি পাক’। সূত্রের খবর, অফিসার থাপা এবং তাঁর দুই আহত সহকর্মীকে সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি অফিসারকে।
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
আরো পড়ুন : সমস্ত সীমা পেরোলো পাকিস্তান, ফিরোজপুরে ড্রোন হামলায় গুরুতর আহত ৩ জন! সেনার তৎপরতায় নিষ্ক্রিয় ড্রোন
সীমান্তবর্তী এলাকায় লাগাতার হামলার চেষ্টা: উল্লেখ্য, শুক্রবার রাতেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি যেখানে রয়েছে সেখান থেকে ঘনঘন বিষ্ফোরণের (Pakistan Attack) শব্দ পাওয়া গিয়েছে। হেভি আর্টিলেরি বিষ্ফোরণের শব্দ বলে অনুমান করে তিনি অনুরোধ করেছেন, জম্মুতে এবং জম্মুর বাইরে যারা যারা রয়েছেন সকলে যেন নিজেদের বাড়িতে থাকেন।
আরো পড়ুন : নুন আনতে পান্তা ফুরোনোর দশা নিয়েই যুদ্ধের জিগির, পাকিস্তানকে ভাতে মারতে চূড়ান্ত পদক্ষেপ নিল ভারত
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার একান্ত অনুরোধ, জম্মুর মধ্যে এবং আশেপাশে যারাই রয়েছেন তারা রাস্তায় বেরোবেন না। বাড়িতে থাকুন অথবা কাছাকাছি এমন কোনো জায়গায় আশ্রয় নিন যেখানে কয়েক ঘন্টা থাকতে পারবেন। গুজব উপেক্ষা করুন। যাচাই না করে কোনো তথ্য ছড়াবেন না। একত্রে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব’। শুক্রবার ফিরোজপুরেও পাকিস্তানি শেলিংয়ে একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন।