৫০০ টাকায় গ্যাস থেকে ৬০০০ টাকা ভাতা! ভোট মিটতেই বিরাট ঘোষণা, খুশির হাওয়া রাজ্যে!

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন শেষ হতেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেকথা মাথায় রেখে রাজ্যের জনগণের উদ্দেশে একাধিক ঘোষণাও করা হয়েছে। কোনও প্রকল্পের ভাতা (Government Scheme) বৃদ্ধি থেকে শুরু করে স্বল্প মূল্যে রান্নার গ্যাস, সম্প্রতি এমনই একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

২৫ লক্ষের ফ্রি চিকিৎসা, মাত্র ৫০০ টাকা গ্যাস, ৬০০০ টাকা করে ভাতা দেওয়া সহ সম্প্রতি একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে রাজ্যের বিরোধী দলনেতা এই ঘোষণাগুলি করেছেন। ফলে স্বাভাবিকভাবেই তা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি আম্বালার একটি কর্মীসভা থেকে এই ঘোষণা করেছেন হরিয়ানার বিরোধী দলনেতা তথা সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda)। এবারের লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফলাফল করেছে কংগ্রেস। এবার বিধানসভা ভোট আসছে। তার আগেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ ঘোষণা করলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ এলাকার কাজ করতে পারছেন না! সোজা রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার, কী লিখলেন TMC বিধায়ক?

রিপোর্ট অনুসারে, ভূপিন্দর দাবি করেছেন, রাজ্যে যদি তাঁর দল সরকার গঠন করে তাহলে বার্ধক্য ভাতা বৃদ্ধি করে ৬,০০০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই গ্যাস সিলিন্ডারের (LPG Gas) মূল্য কমিয়ে ৫০০ টাকা করা হবে। একইসঙ্গে বেকারত্ব কমানোর জন্য ২ লাখ শূন্যপদে স্থায়ী সরকারি চাকরিও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

ভাতা বৃদ্ধি, চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যবাসীদের ২৫ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা পরিষেবা প্রদানের কথাও বলেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গেই ভূপিন্দর দাবি করেছেন, ৩০০ ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম চালু করা থেকে শুরু করে ৫০০ টাকায় গ্যাস দেওয়ার কথাও বলেছেন তিনি।

Bhupinder Singh Hooda

একদিকে রাজ্য যখন বিজেপি সরকারের অবস্থা টালমাটাল, তখন একের পর এক প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ভূপিন্দর। তিনি বলেন, ‘চিকিৎসার কারণে অনেককে লোন নিতে হয়। তবে কংগ্রেস যদি রাজ্যে সরকার গঠন করে তাহলে সাধারণ মানুষের চিকিৎসার দায়িত্ব নিজেদের কাঁধে নেবে। আমরা রাজস্থানে এমনই একটা প্রকল্প চালু করেছিলাম’। একইসঙ্গে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘রাজ্যের চাকরি মাফিয়াদের আটকানোহবে। চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ করা হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর