মাসে ৫০০ কিংবা ১০০০ অতীত, রাজ্যের মহিলারা পাবেন ৪২০০ টাকা, বিরাট ঘোষণা সরকারের

   

 

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে (Loksabha Election) বঙ্গে উঠেছে সবুজ ঝড়। সমস্ত এক্সিট পোলকে মিথ্যে প্রমাণ করে বাংলায় ২৯ খানা আসনে জিতেছে তৃণমূল। আর তারপর থেকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লোকসভা ভোটের পাশাপাশি কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও সংঘটিত হয়েছিল একই সময়ে। তালিকায় ছিল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশাও।

সে রাজ্যে ঐতিহাসিক নবীন পট্টনায়েক জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড় তুলে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে চলেছে নবগঠিত বিজেপি সরকার। নেওয়া হয়েছে মহিলাদের জন্য দারুন উদ্যোগ।

বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া প্রকল্প গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভাণ্ডার। যার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আগে এই স্কিমের আওতায় মাসিক ৫০০ টাকা করে পেতেন মহিলারা। সম্প্রতি লোকসভা ভোটের আগে সেই ভাতা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। অনেকেই বলছেন লক্ষীর ভাণ্ডারের জন্যই মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছে তৃণমূলকে। আর এবার মহিলাদের মন জয় করার পথেই হাঁটলেন মোহন চরণ মাঝি।

ক্ষমতায় এসেই মহিলাদের জন্য নয়া উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকার। মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এবং স্বনির্ভর করে তুলতে সরকার সরকার এক নয়া প্রকল্প (Government Scheme) শুরু করতে চলেছ। যার নাম হল ‘সুভদ্রা যোজনা’। সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

State Government announces Government scheme Subhadra Yojana for women

আরও পড়ুন: ধোপে টিকলো না CBI-র যুক্তি, অবশেষে সন্দেশখালি কাণ্ডে বড় জামিন, তোলপাড় রাজ্য

ইতিমধ্যেই ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশিকা এবং বিশদ কাঠামো তৈরির নির্দেশ দিয়েছে সরকার। সেই মতোই হচ্ছে কাজ। খুব শীঘ্রই এই নয়া পদক্ষেপগুলো সরকার কার্যকর কেটে চলেছে বলে জানা গিয়েছে। এবার ওড়িশার বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে, ভবিষ্যত সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের ব্যবসা করার জন্য ৪২০০ টাকা করে দেবে। প্ৰতি মাসেই এই টাকা হাতে পেয়ে যাবেন মহিলারা। এখনও এই প্রকল্প চালু না হলেও সরকারের ঘোষণায় খুশি সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর