পথ দুর্ঘটনায় আহতদের এবার মোটা অঙ্কের টাকা দেবে মোদী সরকার! শুরু হল নতুন প্রকল্প

বাংলাহান্ট ডেস্ক : পথ দুর্ঘটনায় আহতদের মিলবে নগদহীন চিকিৎসা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই সরকারি প্রকল্পের (Government Scheme) ঘোষণা করে বলেন, পথ দুর্ঘটনা (Road Accident) ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে পুলিশকে। এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ৭ দিন বা দেড় লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল কভারেজ পাবেন দুর্ঘটনায় আহত ব্যক্তি।

কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প (Government Scheme)

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, হিট অ্যান্ড রানের ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ২ লক্ষ টাকা। পরীক্ষামূলক ভাবে এই সরকারি প্রকল্প (Government Scheme) চালু করা হয় অসম, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় এবং পুদুচেরিতে। জানা যাচ্ছে, আগামী অধিবেশনে সরকার সংসদে মোটরযান সংশোধনী আইন আনতে চলেছে।

Government Scheme for road accident

তারপর গোটা দেশে কার্যকর করা হবে নয়া বিধি।কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) কথায়, পথ দুর্ঘটনায় ২০২৪ সালে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৮০ হাজার মানুষ। এই সময়ে হেলমেট ছাড়া বাইক চালানোর ফলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ হাজার জনের। দুর্ঘটনার ফলে মৃতদের মধ্যে ৬০ শতাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়সী।

আরোও পড়ুন : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বড় খবর! নিয়োগের নিয়মে বদল আনল UGC

পাশাপাশি এই সময়কালে সঠিক বহির্গমন ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার জনের। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে পথ দুর্ঘটনা সংক্রান্ত একটি বৈঠক করেন নীতিন গড়করি। নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে আলোচনা হয় এই বৈঠকে।

Government Scheme for road accident

জানা গেছে , বাণিজ্যিক যানবাহনে দুর্ঘটনা রোধে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এবং অডিও অ্যালার্ট মেকানিজম- এই ৩ ধরনের সুরক্ষা ব্যবস্থা শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ট্র্যাকিং ডিভাইস এবং আধার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ডিউটি টাইম নির্ণয়ের ব্যবস্থা চালু করার ব্যাপারেও ভাবনাচিন্তা করছে সরকার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর