মোবাইল কেনার টাকা দিচ্ছে সরকার! কবে অ্যাকাউন্টে ঢুকবে? রইল দুর্দান্ত প্রকল্পের নয়া আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা থেকে শুরু করে কাজ, সব ক্ষেত্রেই দরকার পড়ে এটির। পশ্চিমবঙ্গ সরকারেরও অজানা নয় বিষয়টি। তাই সরকারের একটি প্রকল্পের মাধ্যমে মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়। এই দুর্দান্ত স্কিমের (Government Scheme) দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি মানুষ।

মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় সরকার (Government Scheme)!

২০২১ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই স্কিম (Government Scheme) শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। ‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় সরকার। ২০২৪-২৫ সালে কবে এই টাকা পাওয়া যাবে, সম্প্রতি সেই আপডেট প্রকাশ্যে এসেছে।

প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণা। শোনা যাচ্ছে, এই সাইবার প্রতারণার জেরে নাকি বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেওয়া ব্যাঙ্কের তথ্য বদলে যাচ্ছে। পাল্টে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। যে কারণে এখনও ওয়েবসাইটে তথ্য আপলোডের কাজ বাকি রয়ে গিয়েছে বলে খবর। গত বছরও এই কারণে নাকি অনেকে রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পের টাকা পাননি। এবার তাই শিক্ষা দফতরকে সাইবার প্রতারণার দিকে নজর দেওয়ার অনুরোধ করেছে বহু স্কুল।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে বড় মন্তব্য নরেন্দ্র মোদীর! করলেন ৩ টি বিরাট ঘোষণা

এদিকে চলতি বছর ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna) প্রকল্পের জন্য চলতি বছর ১৫ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের ডিটেলস ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে তা ১০ দিন বাড়িয়ে ২৫ জুলাই করা হয়। তা সত্ত্বেও প্রচুর ভুলত্রুটি রয়ে গিয়েছে বলে খবর। একাদশ শ্রেণির প্রায় ৫১,০০০ পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বরে ভুল থাকার পাশাপাশি ৭,০০০-এর বেশি ব্যাঙ্ক ডিটেলসে আইএফএসসি কোডে ভুল রয়েছে বলে খবর।

Government of West Bengal Government scheme

একাদশের মতো দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও বহু পড়ুয়ার অ্যাকাউন্ট ডিটেলস এবং আইএফএসসি কোড ভুল রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ভুল শুধরে নেওয়ার পরেই টাকা পাঠানো শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, আগস্ট মাসে এই প্রকল্পের (Government Scheme) টাকা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা পাঠানো হতে পারে বলে খবর। টাকা দেওয়া শুরু হলে জানতে পারবেন পড়ুয়ারা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর