বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার। এর মধ্যে বহু প্রকল্পে মাসে মাসে ভাতা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকার যেমন একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল। এই প্রকল্পের (Government Scheme) অধীন সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের ১২০০ টাকা করে প্রদান করা হয়। আজ অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নয়, মহিলাদের জন্য সদ্য সূচনা হওয়া একটি অন্য প্রকল্প নিয়ে আলোচনা করা হবে।
১০,০০০ টাকা পাবেন মহিলারা (Government Scheme)
সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন গিয়েছে। সেদিনই শুভ সূচনা হয়েছে সুভদ্রা যোজনার। নারীদের জন্য এই প্রকল্প চালু করেছে ওড়িশা সরকার (Government of Odisha)। এই যোজনার অধীন রাজ্যের মহিলাদের ১০,০০০ টাকা দেবে সরকার। ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
- ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাবেন টাকা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জগন্নাথদেবের বোন সুভদ্রার নামে এই প্রকল্পের নামকরণ হয়েছে। রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী এই মহিলারা এই যোজনার সুবিধা পাবেন বলে খবর। এই স্কিমে (Government Scheme) বছরে দু’বার টাকা দেবে সরকার। ৫০০০ টাকা করে বার্ষিক মোট ১০,০০০ টাকা পাবেন মহিলারা। এভাবে পাঁচ বছরে মোট ৫০,০০০ টাকা পাবেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘বাঘে’র চোখে জল! দু’বছর পর বাড়ি ঢুকেই হাউহাউ করে কান্না! কী এমন দেখলেন অনুব্রত?
এই প্রকল্পের ফলে রাজ্যের মহিলারা স্বনির্ভর হবেন বলে মনে করছে সরকার। জানা যাচ্ছে, আগামী বছর মার্চ মাসে বিশ্ব নারী দিবসের দিন মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো হবে। এরপর রাখি পূর্ণিমার দিন দ্বিতীয় দফায় ৫,০০০ টাকা দেওয়া হবে বলে খবর।
জানা যাচ্ছে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করতে হবে। সেই সঙ্গেই কেওয়াইসি-ও জমা করতে হবে। আর্থিকভাবে দুর্বল শ্রেণির মহিলাদের জন্য সুভদ্রা যোজনার (Subhadra Yojana) সূচনা করা হয়েছে। সেই সঙ্গেই সরকারি কর্মচারী এবং আয়কর রিটার্ন করেন এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এর জন্য ডেবিট কার্ড নিয়ে আসা হবে বলে খবর।
এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পেতে গেলে অবশ্য বেশ কিছু শর্ত মানতে হবে। আবেদনকারী মহিলাকে ওড়িশার বাসিন্দা হতে হবে। খাদ্য সুরক্ষা আইন অনুসারে রেশন কার্ড থাকতে হবে এবং তাঁর পারিবারিক আয় ২.৫ লাখের বেশি হলে হবে না। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই এই স্কিমে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।