বাংলাহান্ট ডেস্কঃ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের কিছু অব্যবহৃত জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্ত গ্রহণের পরই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বারংবার তোপ দাগার প্রসঙ্গও তুলে ধরলেন।
বৃহস্পতিবার এক বৈঠকের মাধ্যমে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের কিছু অব্যবহৃত জমি বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, আইন মন্ত্রী মলয় ঘটক, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে ঠিক করেন, দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৩৫৫৯ একর জমির মধ্যে থেকে হুগলি, দুর্গাপুর ও ডানকুনির অংশের ১০০০ একর জমি বিক্রি করা হবে।
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৬৫০ একর জমি জুড়ে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র এবং কোক ওভেন প্ল্যান্ট। অন্যদিকে প্রশাসনিক ভবন, জনপদ এবং বিভিন্ন অফিস রয়েছে ৯০০ একর জমিতে। হিসেব করলে দেখা যায়, ৩৫৫৯ একর জমির প্রায় ৫০ শতাংশই ফাঁকা পড়ে আছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘একদিকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের জমি বিক্রির তোরজোড় করছে রাজ্য সরকার, আর অন্যদিকে বলছে কেন্দ্র সরকার সব বিক্রি করে দিচ্ছে’।
তিনি আরও বলেন, ‘রাজস্বের যে ফাকফোকর রয়েছে, তা বন্ধ করতে পারলেই উন্নয়ন সম্ভব। লকডাউনের কারণে রাজ্যের জিডিপির বৃদ্ধি, কর্মসংস্থান সবকিছু আটকে গেছে। ২০১১ সালের ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকার ঋণ এখন বেড়ে দাড়িয়েছে ৫ লক্ষ কোটিরও বেশি। রাজ্যের শোচনীয় অর্থনৈতিক অবস্থার দিকে তাকানো উচিৎ সরকারের’।